‘আর দ্বিধা করি না’
2022-04-06 14:08:28

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের খুব জনপ্রিয় সঙ্গীতব্যান্ড বিয়ন্ড-এর সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং ব্যান্ডের  কয়েকটি সুন্দর গান শোনাবো।

 

বিয়ন্ড, চীনের হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের একটি রক সঙ্গীত ব্যান্ড। ব্যান্ডটি প্রতিষ্ঠিত হয় ১৯৮৩ সালে। ব্যান্ডের চার সদস্য হলেন- হুয়াং জিয়া জুই, হুয়াং কুয়ান জুং, হুয়াং চিয়াং ছিয়াং এবং ইয়ে সি রুং।

 

১৯৮৩ সালে ব্যান্ডটি একটি গিটার প্রতিযোগিতায় অংশ নিয়ে চ্যাম্পিয়ন হয়। এর মাধ্যমে ব্যান্ডটি আনুষ্ঠানিকভাবে সংগীত মহলে পরিচিত হয়। ১৯৮৬ সালে ব্যান্ডটি নিজের খরচেই ব্যান্ডের প্রথম অ্যালবাম ‘বিদায়, আদর্শ’ প্রকাশ করে। ‘বিদায়, আদর্শ’ গানটি ব্যাপক জনপ্রিয়তা পায়। গানের কথাগুলো এমন: “একাই রাস্তার পাশে বসে আছি, ঠান্ডা বাতাস আমাকে জাগিয়ে তুলেছে। আমার সঙ্গে শুধু আমার ছায়া। শুধুই আমার গিটার কোলে আঁকড়ে ধরি। এমন মুহূর্তে আগের কথাগুলো মনে ভেসে ওঠে।”

 

১৯৮৮ সালে বিয়ন্ড ব্যান্ড-এর ক্যান্টোনিজ ভাষার অ্যালবাম ‘গোয়েন্দা পুলিশ’ প্রকাশের পর হংকংয়ের সংগীতমহলে ব্যান্ডের নাম ছড়িয়ে পড়ে। ১৯৯৩ সালের ৩০ জুন, ব্যান্ডের প্রধান কণ্ঠশিল্পী হুয়া জিয়া জুই মঞ্চে অভিনয়ের সময় এক দুর্ঘটনায় মারা যান। এরপর ব্যান্ডের সদস্যসংখ্যা তিনে নেমে আসে।

 

১৯৯৪ সালে বিয়ন্ড আরেকটি অ্যালবাম ‘দু’তলার আসন’ প্রকাশ করে। ১৯৯৫ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত বিয়ন্ড একাধিক  অ্যালবাম প্রকাশ করে। এর মাধ্যমে ব্যান্ডের সংগীতের স্টাইলও পরিবর্তন হয়। ২০০৫ সালে বিয়ন্ড ব্যান্ড আনুষ্ঠানিকভাবে ভেঙে দেওয়া হয়।

 

বন্ধুরা, এখন শুনুন বিয়ন্ডের গান ‘আর দ্বিধা করি না’। গানের কথায় বলা হয়, বিরক্তির সময় দ্বিধা লাগে। স্বপ্নের লক্ষ্য পূরণ সহজ ব্যাপার নয়। যদিও মনে দৃঢ়তা থাকে, তবুও দ্বিধায় সামনে যেতে পারি না।

আচ্ছা, শুনুন গানটি।

 

প্রিয় বন্ধুরা, এখন শুনুন বিয়ন্ডের আরেকটি গান, গানের নাম ‘তোমাকে পছন্দ করি’। গানের কথাগুলো এমন:  হাল্কা বৃষ্টি ও বাতাস রাতের রাস্তা ভিজিয়ে দিয়েছে। মনে আবার অসংখ্য স্মৃতি আসে। আগের মুহূর্তের হাসি এখনো আমার মুখে লাগে। আশা করি এ মুহূর্তের অনুভূতি তুমি জানতে পারবে, আমি মন থেকে বলছি: তোমাকে পছন্দ করি, তোমার সুন্দর চোখ, তোমার সুন্দর হাসি।

আচ্ছা, শুনুন গানটি।

 

প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় সঙ্গীতব্যান্ড বিয়ন্ড-এর সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং ব্যান্ডের কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে।

(শুয়েই/তৌহিদ/সুবর্ণা)