ডক্টর মুজাহিদের চোখে শাংহাইয়ের মহামারী প্রতিরোধ
2022-04-02 20:32:10

সম্প্রতি শাংহাইয়ে কোভিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্যা দ্রুত বেড়ে যাওয়ার কারণে শাংহাই দুই ভাগ করে পালাক্রমিকভাবে লকডাউন করা হয়েছে। সেখানকার অবস্থা কেমন? আজকের অনুষ্ঠানে আমার সঙ্গে যোগ দিচ্ছেন জনাব জনাব এ. এ. এম.মুজাহিদ। তিনি বর্তমানে সাংহাই ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং সায়েন্সের ইলেকট্রিকাল এন্ড ইলেক্ট্রনিক্স বিভাগে লেকচারার হিসেবে কর্মরত আছেন। সেই সাথে জনাব ডক্টর মুজাহিদ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-চায়না অ্যালামনাই (অ্যাবকা) এর যুগ্ম-সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। চলুন, কথা বলি জনাব মুজাহিদের সঙ্গে।