প্রিল ২: বাংলাদেশের বৃহত্তম দাশেরকান্দি পয়ঃশোধনাগার প্রকল্পের অবকাঠামো নির্মাণ কাজ ৩১ মার্চ শেষ হয়েছে এবং পহেলা এপ্রিল থেকে এটি আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে।
চীনের মানদণ্ড অনুযায়ী চীনা বিনিয়োগে ও চীনা শিল্পপ্রতিষ্ঠানের উদ্যোগে এই প্রকল্পটি চালু হলো। এ প্রকল্পটি ২০১৭ সালের পহেলা অগাস্ট আনুষ্ঠানিকভাবে শুরু হয়। চীন ও বাংলাদেশের কয়েক হাজার নির্মাণকারী এবং দশটিরও বেশি প্রতিষ্ঠান ডেঙ্গু জ্বর এবং নভেল করোনাভাইরাস মহামারীর মতো অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করেছে এবং প্রকল্পটি সফলভাবে হস্তান্তর করা হয়।
দাশেরকান্দি পয়ঃশোধনাগার প্রকল্প হলো বাংলাদেশের প্রথম আধুনিক বিশালাকার নিকাশী ট্রিটমেন্ট প্ল্যান্ট। এটি চীনের ছিংহুয়া বিশ্ববিদ্যালয়ের পেটেন্টের অধীনে প্রস্তুত করা হয়েছে।
এই প্রকল্পের মধ্যে আরো আছে বাংলাদেশের প্রথম আধুনিক স্লাজ (কর্দমাক্ত বস্তু) পোড়োনো প্রকল্প। এতে দেশে প্রথমবারের মতো একইসঙ্গে স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট এবং স্লাজ ইনসিনারেশন প্ল্যান্ট নির্মাণ ও চালু করা হলো।
এই প্রকল্পের মাধ্যমে প্রতিদিন রাজধানী ঢাকার গুলশান, বনানী, মহাখালী, তেজগাঁও, হাতিরঝিলসহ রাজধানীর বেশ কিছু এলাকার প্রায় ৫০ লাখ মানুষ সুবিধা পাবে। ঢাকার এসব অঞ্চলের পয়ঃবর্জ্য পরিশোধন করে পরিষ্কার ও দুর্গন্ধমুক্ত পানি বালু নদীতে ফেলা হবে। এই প্রকল্পের মাধ্যমে দিনে ৫০ কোটি লিটার পয়ঃবর্জ্য পরিশোধন হবে বলে জানা গেছে। এর মাধ্যমে ঢাকার পানির পরিবেশ দূষণ রোধ করা যাবে এবং নদীর পানি ও পরিবেশের ব্যাপক উন্নতি হবে।
(লিলি/তৌহিদ/শুয়েই)