চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট মিশেল ও ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট ভন দের লেয়েনের সঙ্গে ভিডিও-সাক্ষাত্ করেছেন
2022-04-02 15:25:42

এপ্রিল ২: গতকাল (শুক্রবার) সন্ধ্যায় চীনের প্রেসিডেন্ট সি চিন পিং বেইজিংয়ে ভিডিও লিংকের মাধ্যমে ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট চালর্স মিশেল ও ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট ভন দের লেয়েনের সঙ্গে সাক্ষাত্ করেছেন।

সি চিন পিং ৮ বছর আগে দেওয়া প্রস্তাবের কথা উল্লেখ করে বলেন- চীন-ইউরোপ শান্তি, বৃদ্ধি, সংস্কার ও সভ্যতার চারটি প্রধান অংশীদারিত্ব গড়ে তোলার লক্ষ্যে চীন ইউরোপের সঙ্গে কাজ করতে ইচ্ছুক। চীনের এই দৃষ্টিভঙ্গি এখনও বজায় রয়েছে এবং বর্তমান পরিস্থিতিতে এর বাস্তব তাত্পর্য রয়েছে।

 

প্রেসিডেন্ট সি বলেন, “গত বছর থেকে, চীন-ইউরোপ সম্পর্কের চ্যালেঞ্জ নতুন পর্যায়ে উন্নীত হয়েছে এবং চীন-ইউরোপ সহযোগিতা কঠিন সময়ের মধ্যে নতুন সাফল্য অর্জন করেছে। এটি প্রমাণ করে যে, চীন ও ইউরোপের ব্যাপক সাধারণ স্বার্থ ও গভীর সহযোগিতার ভিত্তি আছে। শুধুমাত্র সহযোগিতা ও সমন্বয় সমস্যা সমাধান করতে পারে এবং চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারে। চীন ইউরোপের প্রতি একটি স্থিতিশীল ও সুসংহত নীতি বজায় রাখে। আশা করা যায়, ইউরোপ চীন সম্পর্কে একটি স্বাধীন বোঝাপড়া গড়ে উঠবে, চীন ইস্যুতে একটি স্বাধীন নীতি অনুসরণ করবে এবং চীনের সঙ্গে চীন-ইউরোপ সম্পর্কের স্থিতিশীলতা ও দীর্ঘমেয়াদী উন্নয়নে যৌথভাবে কাজ করবে।”

 

সি চিন পিং জোর দিয়ে বলেন, বিশ্বের শান্তি বজায় রাখার জন্য এবং চীন-ইউরোপ সম্পর্কের স্থিতিশীলতার সঙ্গে আন্তর্জাতিক পরিস্থিতির অনিশ্চয়তা মোকাবিলায় চীন ও ইউরোপের দু’টি প্রধান শক্তি হওয়া উচিত। চীন ও ইউরোপের উচিত জাতিসংঘের আন্তর্জাতিক ব্যবস্থা, আন্তর্জাতিক আইন ভিত্তিক আন্তর্জাতিক শৃঙ্খলা এবং জাতিসংঘ সনদের উদ্দেশ্য ও নীতির উপর ভিত্তি করে আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক নিয়মাবলী রক্ষা করা, যৌথভাবে ‘নতুন স্নায়ুযুদ্ধ’ শুরু প্রতিরোধ করা এবং বিশ্বের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা।

 

সি চিন পিং আরও উল্লেখ করেন, চীন ও ইউরোপকে সাধারণ উন্নয়ন প্রচারের দু’টি প্রধান বাজার হওয়া উচিত। চীন দৃঢ়ভাবে সংস্কার গভীর করবে এবং উন্মুক্তকরণ জোরদার করবে। ইউরোপীয় কোম্পানিগুলিকে চীনে অর্থ বিনিয়োগে স্বাগত জানাবে। আশা করা যায়, ইউরোপ চীনের কোম্পানিগুলোর জন্য ইউরোপে বিনিয়োগ ও উন্নয়নের জন্য একটি ন্যায্য, স্বচ্ছ ও বৈষম্যহীন পরিবেশ দেবে।

সি চিন পিং জোর দিয়ে বলেন, চীন ও ইউরোপের দু’টি প্রধান সভ্যতা হওয়া উচিত, যা মানবজাতির অগ্রগতি প্রচার করবে। চীন ও ইউরোপ সংহতি ও সহযোগিতা সঙ্গে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা করবে। কোভিড-১৯ মহামারী রোধে একসঙ্গে কাজ করবে। বৈশ্বিক উন্নয়ন উদ্যোগে সমর্থন ও অংশগ্রহণের জন্য ইউরোপকে স্বাগত জানান তিনি।

 

মিশেল ও ভন দের লেয়েন বলেন, চীন বিশ্বের একটি গুরুত্বপূর্ণ শক্তি এবং ইউরোপ চীনের আন্তর্জাতিক মর্যাদা ও ভূমিকার ওপর অনেক গুরুত্ব দেয়। চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়নে অনেক গুরুত্ব দেয় ইউরোপ। দীর্ঘদিন ধরে দু’পক্ষের সম্পর্ক পারস্পরিক কল্যাণকর ও জয়-জয় হয়েছে। দু’পক্ষ শান্তি রক্ষা এবং বহুপক্ষবাদ রক্ষায় অনেক চেষ্টা করেছে। বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতিতে ইউরোপ ও চীনের মধ্যে সংলাপ ও সহযোগিতা জোরদার করা খুবই গুরুত্বপূর্ণ।

 

ইউরোপ এক-চীন নীতি মেনে চলবে, চীনের সঙ্গে আন্তরিক বিনিময়ের প্রত্যাশা করছে তারা। চীনের সঙ্গে অর্থনীতি, বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি সম্পদ এবং সবুজ উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও গভীর করতে ইচ্ছুক ইউরোপ। পাশাপাশি, যৌথভাবে জলবায়ু পরিবর্তন, কোভিড-১৯ ও জীববৈচিত্র্য সংরক্ষণসহ বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করা, বিশ্বের শান্তি, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং অভিন্ন সমৃদ্ধির জন্য প্রচেষ্টা চালাবে ইউরোপ।

সাক্ষাতে দুই পক্ষ ইউক্রেনের বর্তমান পরিস্থিতি নিয়েও মতবিনিময় করেছে।

(জিনিয়া/তৌহিদ/শুয়েই)