কু চুচি
2022-03-30 16:21:14

কু চুচি বা লিও ১৯৭২ সালের ১৮ আগস্ট চীনের হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলে জন্মগ্রহণ করেন। তিনি হংকংয়ের একজন গায়ক, অভিনেতা ও উপস্থাপক। ১৯৯১ সালে তিনি প্রথমবারের মতো একটি টিভি নাটকে অভিনয় করার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শোবিজে প্রবেশ করেন। ১৯৯২ সালে তিনি এক বিনোদন সংবাদ অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে কাজ করেন। ১৯৯৪ সালে তিনি প্রথমবারের মতো একক অ্যালবাম প্রকাশ করে আনুষ্ঠানিকভাবে সঙ্গীত জগতে প্রবেশ করেন। 


কেমন লেগেছে গানটি? আসলে ‘একটি ফুলের জন্য একটি বাগান ছেড়ে দেয়া হয়’ গানটি তাঁর প্রথম অ্যালবাম ‘ভালোবাসার ব্যাখ্যা’ থেকে নেয়া। বন্ধুরা, ‘বিলম্বিত প্রেম’ ২০০৬ সালের অগাস্টে লিও প্রকাশিত ২৫তম অ্যালবামে অন্তর্ভুক্ত একটি গান। গানটির গল্প তাঁর বন্ধুর বাস্তব অভিজ্ঞতা থেকে নেয়া। গানটি রচনার লক্ষ্য হলো সবাইকে যথা সময়ে আত্মীয়স্বজনদের যত্ন নেয়া ও ভালোবাসার কথা মনে করিয়ে দেয়া। কাজে ব্যস্ত হবার কারণে আশেপাশের মানুষদের অগ্রাহ্য না করা। এটা খুব সুন্দর একটি গান। 


“ঘুমন্ত সৌন্দর্য” ২০০৯ সালে লিও প্রকাশিত একটি অ্যালবাম থেকে নেয়া একটি গান। গানটির প্রেক্ষাপট ছিল এক ছেলের মৃত মেয়ের প্রতি স্মৃতি। গানটিতে মৃত মেয়েটি ঘুমিয়ে আছে বলে মনে করা হয়। প্রত্যেক কথা দুঃখময়। 


“ভালবাসা এবং বিশ্বস্ততা” একটি খুব আবেগপূর্ণ গান। গানটিতে দীর্ঘকাল ধরে লালিত প্রেম বাধ্য হয়ে পরিত্যাগ করার কথা বলার মনোভাব প্রকাশিত হয়েছে। গানটি ২০০৪ সালে প্রকাশিত হয়। 


“অনন্য দক্ষতা” ২০০৩ সালের ডিসেম্বরে লিও প্রকাশিত “খেলা” অ্যালবামে অন্তর্ভুক্ত একটি গান। গানটিতে বলা হয়, খেলায় যে কোন সময় চূড়ান্ত আঘাত হানা যায়। যা প্রতিপক্ষের পাল্টা লড়াই করার ক্ষমতা কেড়ে নেই। 


“সত্যিই করতে চাই” লিও অভিনীত টিভি নাটকের একটি গান। গানটি ২০০১ সালে প্রকাশিত। বলা যায়, যখন টিভি নাটক প্রকাশিত হয়, সারা চীনে নাটক ও নাটকের গানগুলি অত্যন্ত জনপ্রিয় ছিল। সত্যিই করতে চাই কী? সত্যিই করতে চাই, তোমার সাথে পৃথিবীর শেষ প্রান্তে ভ্রমণ। যাতে প্রত্যেক দিন আমাদের সবচেয়ে সুন্দর স্মৃতি বনে যায়। খুব সুন্দর একটি গান। তাহলে বন্ধুরা, এখন গানটি উপভোগ করুন। 

    

 (প্রেমা/এনাম)