‘আকাশের পথ’
2022-03-30 18:52:46

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের খুব জনপ্রিয় কণ্ঠশিল্পী সি থৌ-এর সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং তার কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনাবো।

সি থৌ, ১৯৭৬ সালের ১৪ নভেম্বর চীনের জি লিন প্রদেশের জি লিন শহরে জন্মগ্রহণ করেন। তিনি হলেন চীনের মূল ভূভাগের একজন পুরুষ কণ্ঠশিল্পী। ২০১০ সালে তিনি চায়না মিডিয়া গ্রুপের নতুন কণ্ঠশিল্পীর প্রতিযোগিতা অনুষ্ঠানে অংশ নিয়ে পরিচিতি পান।

 

২০১১ সালে সি থৌ-এর প্রথম অ্যালবাম ‘দৃঢ় পাথর’ প্রকাশিত হয়। ২০১৪ সালে তাঁর আরেকটি অ্যালবাম ‘চিন্তা’ বাজারে আসে। তিনি ইন্টারনেটে ব্যাপক জনপ্রিয়তাও পান। গান গাওয়া ছাড়া সি থৌ দাতব্য কাজে সক্রিয়ভাবে জড়িত।

 

বন্ধুরা, এখন শুনুন সি থৌ-এর গান ‘আকাশের পথ’। গানের কথাগুলো এমন: ভোরে আমি তৃণভূমিতে দাঁড়াই। ঈগল উড়ছে। যেন সৌভাগ্যের মেঘ নীল আকাশে থাকে। তা তিব্বতি জনগণের জন্য সুখ নিয়ে আসে। তা হল একটি ম্যাজিক আকাশের পথ, তা পৃথিবীর উষ্ণতা তিব্বতে নিয়ে আসে। তখন থেকে পাহাড় আর উঁচু নয়, পথ আর দীর্ঘ নয়। বিভিন্ন জাতির মানুষ আনন্দের সঙ্গে সহাবস্থান করে।

আচ্ছা, শুনুন গানটি।

 

প্রিয় বন্ধুরা, এখন শুনুন সি থৌ-এর গান ‘তার জন্য গান গাই’। গানের কথায় বলা হয়, চোখ বন্ধ করে তোমাকে কোলে নেই, শুধু তোমাকে দেখার জন্য, বিশ্বও বিশ্বাসঘাতকতা করতে পারি। এই জীবনে তুমি থাকলে আমি আর কিছু চাই না। তোমার অপেক্ষা করি, আমি সত্যি তোমার জন্য সব কিছু করতে পারি। তুমি আমার জীবনের সবচেয়ে সুখের বিষয়।

আচ্ছা, শুনুন গানটি।

 

প্রিয় শ্রোতাবন্ধুরা, এখন যে গান আপনাদের শোনাতে যাচ্ছি, এর নাম ‘আমি ছোট একটি পাথর’। গানের কথাগুলো এমন: বৃষ্টি বাতাসে ভেসে, হৃদয়ে যেন আগুণ জ্বলে। কার অশ্রু, আমার মুখে পড়ে। বৃষ্টি পাথরের ভালোবাসা, যেন নীল আকাশ। যদিও মনে হাজার শব্দ, তবুও কিভাবে বলে। তুমি কোথায়, আমি দেখতে পারি না। আমি ছোট একটি পাথর, মাটিতে লুকিয়ে থাকি।

আচ্ছা, শুনুন গানটি।

 

প্রিয় শ্রোতাবন্ধুরা, এখন শুনুন সি থৌ-এর গান ‘আমার কথা শোনো’। গানের কথাগুলো এমন: যদিও কেউ আমাকে বোঝে না, তবুও আমি স্পষ্টভাবে জানি- আমি কি চাই। আমি পাথর, আমি লৌহ, যদিও আমি ছোট একটি চরিত্র, তবুও ছোট পাথর মহান পাহাড়ের অংশ।

আচ্ছা, শুনুন গানটি।

 

প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী সি থৌ-এর সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে।

(শুয়েই/তৌহিদ/সুবর্ণা)