প্রস্ফুটিত একদল মানুষ। সক্ষম মানুষদের সাথে যোগাযোগ, টিকে থাকা এবং একে অপরকে সাহায্য করার গল্প তুলে ধরা হয়েছে blossom’ সিনেমায়। ২০০৮ সালে চীনের প্যারালিম্পিক গেমসের জন্য বিশেষভাবে তৈরি করা হয় এই চলচ্চিত্রটি।