শিয়ে আনছি
2022-03-29 14:05:37

শিয়ে আনছি ১৯৭৭ সালের ১৩ মার্চ চীনের হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলে জন্মগ্রহণ করেন। তিনি হংকংয়ের গায়িকা ও অভিনেত্রী। তিনি হংকং বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদ থেকে স্নাতক হন। পাশাপাশি, তিনি হংকং পলিটেকনিক ইউনিভার্সিটির স্কুল অব ডিজাইনিং থেকে ডিপ্লোমা অর্জন করেন।

তাঁর মা ও খালা বিদেশী গায়ক-গায়িকা খুবই পছন্দ করেন। এ রকম পরিবেশে ছোটবেলা থেকে তিনি সঙ্গীত পছন্দ করেন। কিন্তু তখন পপসঙ্গীত সম্পর্কে এতটা জানা শুনা ছিল না তাঁর, শুধু ক্লাসিক্যাল সঙ্গীত সম্পর্কে জানতেন তিনি। ছয় বছর বয়স থেকে তিনি সঙ্গীত ও পিয়েনো শিখতে শুরু করেন। তিনি পিয়েনোর গ্রেড ৮ এর যোগ্যতা অর্জন করার পাশাপাশি গিটারও বাজাতে পারেন। বন্ধুরা, শিয়ে আনছি’র আরও গল্প আপনাদের আমি পরেও বলতে পারব। 

 

কেমন লেগেছে গানটি? ‘চোং উ ইয়ান’ গানটি শিয়ে আনছির ২০০৭ সালের ডিসেম্বরে প্রকাশিত নতুন অ্যান্ড সিলেক্টিড অ্যালবাম থেকে নেয়া। গানে প্রেমে ব্যর্থতা মোকাবিলার ইতিবাচক মনোভাব প্রকাশ করা হয়। শিয়ে আনছি গানে প্রকাশ করেন যে, নারীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজের অভ্যন্তরীণ বৈশিষ্ট্য বা স্বাস্থ্য উন্নত করা। কথাটি তাঁর সাফল্যের চাবিকাঠি। “তোমাদের সুখ” ২০১১ সালে শিয়ে আনছি প্রকাশিত একটি ক্যান্টোনিজ অ্যালবাম। অ্যালবামে সুখ ও আনন্দের প্রতিপাদ্য হিসেবে মোট ১১টি গান সৃষ্টি হয়। গানগুলি সৃষ্টি করার জন্য শিয়ে আনছি ও তাঁর সহকর্মী অনেক পরিবার সফর করে বিভিন্ন তথ্য সংগ্রহ করেছেন। সুতরাং গানগুলি বাস্তবতার নিরিখে রচিত হয়েছে। অ্যালবামে সামাজিক বিষয় নিয়ে আলোচনা করা হয়। 


“লি টুং স্ট্রিট” শিয়ে আনছি’র একটি গানের নাম। গানটি তাঁর ২০০৮ সালের জুলাই মাসে প্রকাশিত “বাইনারি” নামক অ্যালবাম থেকে নেয়া। ২০০৯ সালে গানটি বিভিন্ন পুরস্কার অনুষ্ঠানে মোট ১৬টি পুরস্কার জিতে। আসলে লি টুং স্ট্রিট হংকংয়ের একটি পুরনো স্ট্রিট। বিংশ শতাব্দীর ৮০-এর দশক থেকে জনপ্রিয় হয়ে উঠে এটি। এর ঐতিহ্যবাহী বৈশিষ্ট্যও ছিল। কিন্তু ২০০৪ সালে হংকং সরকার অঞ্চলটি পুনরায় উন্নয়ন করে। গানটির গীতিকার মনে করেন, এটা একটি প্রেমের গান নয়, বরং অনুপ্রেরণামূলক গান। এর লক্ষ্য হলো সবাইকে প্রতিকূল সময়ে জীবনকে ইতিবাচকভাবে মোকাবেলা করতে উত্সাহ দেয়া।

 

২০০৯ সালের মার্চ মাসে শিয়ে আনছি “ইয়েলিং” নামক অ্যালবাম প্রকাশ করেন। অ্যালবামে শিরোনাম সংগীত ও প্রধান গান হিসেবে “জু ইং থাই” ও “বছরের গান” সহ মোট দশটি গান অন্তর্ভূক্ত হয়। এর মধ্যে “জু ইং থাই” গানটি চারটি বেতারের গান তালিকায় চ্যাম্পিয়ন হয়। এ ছাড়া, “বছরের গান” চারটি বেতারের চ্যাম্পিয়ন গানে পরিণত হয়। আসলে অ্যালবাম প্রকাশ করার মাধ্যমে শিয়ে আনছি সঙ্গীতের মাধ্যমে হংকং সমাজের বাস্তবতার প্রতিফলন করেন। তিনি সবাইকে বলতে চান যে, স্বপ্ন পরিহার করা হয়নি, ধারক পরিহার করা হয়নি। সবাইকে ছেড়ে দিয়ে নিজেকে শ্রেষ্ঠ করায় উত্সাহ দিতে চান।

 

“আমরা সবাই ভুলে গিয়েছিলাম” শিয়ে আনছির ২০১৩ সালের সেপ্টেম্বরে প্রকাশিত ম্যান্ডারিন ভাষার অ্যালবামের একটি গান। পাশাপাশি, একটি প্রতিমা নাটকের শেষ গান। গানটিতে দুঃখের ভালবাসার গল্প বলা হয়। শিয়ে আনছি আহ্বান জানাতে চান, যখন আপনার কাছে ভাঙ্গা হৃদয়ের বন্ধু আসবে, তার বিশেষ যন্ত নিবেন। ভালোবাসা দিয়ে তার সঙ্গে কষ্টের সময় কাটাবেন। 

 (প্রেমা/এনাম)