তিব্বতের দাসমুক্তির ৬৩তম বার্ষিকী উপলক্ষ্যে বিচিত্র অনুষ্ঠান
2022-03-29 17:02:19

মার্চ ২৯: গত কয়েক দিন ধরে তিব্বতের বিভিন্ন জাতিগোষ্ঠীর লোকেরা তিব্বতের দাসমুক্তির ৬৩তম বার্ষিকী উদযাপনের জন্য রঙিন পোশাক পরেছেন, গান গেয়েছেন এবং নাচ করেছেন।

১৯৫৯ সালে তিব্বতের সকল জাতিগোষ্ঠীর লোকেরা একটি গণতান্ত্রিক সংস্কার আন্দোলন শুরু করেন। এর ফলে লক্ষ লক্ষ ভূমিদাস মুক্ত হয় এবং নিজেদের ভাগ্য নিজেরা গড়ার সুযোগ পায়। এর পর থেকেই তিব্বতে প্রতি বছরের ২৮ মার্চ দাসমুক্তি দিবস হিসেবে পালিত হয়ে আসছে। (ইয়াং/আলিম/ছাই)