মার্চ ২৯: গত কয়েক দিনে তিব্বতের বিভিন্ন জাতির জনগণ উত্সবের পোশাক পরে নাচ গান অথবা সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে তিব্বতের ভূমিদাসত্ব থেকে মুক্তির ৬৩তম বার্ষিকী উদযাপন করেছে।
১৯৫৯ সালে তিব্বতের বিভিন্ন জাতির মানুষ একটি গণতান্ত্রিক সংস্কার করে। এতে লাখ লাখ ভূমিদাস মুক্তি পায়। তিব্বতের ২৮ লাখেরও বেশি মানুষের অনুরোধে তিব্বত সরকার ২৮ মার্চকে ভূমিদাসত্ব থেকে মুক্তির স্মরণ দিবস হিসেবে নির্ধারণ করেছে।
(শুয়েই/তৌহিদ/জিনিয়া)