‘যখন তুমি বয়স্ক হও’
2022-03-29 17:48:31

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের খুব জনপ্রিয় কণ্ঠশিল্পী চাও চাও-এর সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং তার কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনাবো।

চাও চাও, ১৯৭৯ সালের ১৭ মার্চ চীনের সানতুং প্রদেশের লিয়াও ছেং শহরে জন্মগ্রহণ করেন। তিনি হলেন চীনের মূল ভূভাগের একজন গীতিকার, রক কণ্ঠশিল্পী। ১৯৯৮ সালে চাও চাও বেইজিংয়ে লোকসংগীতশিল্পী হিসেবে সংগীতমহলে যোগ দেন।

 

২০১২ সালের সেপ্টেম্বর মাসে চাও চাও-এর অ্যালবাম ‘জরাজীর্ণ’ প্রকাশিত হয়। ২০১৪ সালে চাও চাও টিভি লাইভ শো ‘ভয়েস অব চায়না’তে যোগ দিয়ে- ‘যখন তুমি বয়স্ক হও’ গানটি পরিবেশন করেন। ২০১৭ সালের মে মাসে চাও চাও-এর অ্যালবাম ‘একটি সাদা ঘোড়া’ বাজারে মুক্তি পায়।

 

বন্ধুরা, এখন শুনুন চাও চাও-এর গান ‘যখন তুমি বয়স্ক হও’ । গানের কথায় বলা হয়, যখন তুমি বয়স্ক হও, চুল সাদা হয়, ঘুম সবসময় সঙ্গে থাকে। যখন তুমি বয়স্ক হও, হাঁটতে কষ্ট হয়। উনানের কাছে যৌবনের স্মরণ করো। কত লোক তোমার যৌবনের আনন্দিত মুখ পছন্দ করে। কত লোক তোমার সৌন্দর্য ভালোবাসে। শুধু একজন তোমার সুন্দর আত্মার ভালোবাসে, তোমার মুখের ভাঁজ তার ভালো লাগে।

আচ্ছা, শুনুন গানটি।

 

বন্ধুরা, এখন শুনুন চাও চাও-এর গান ‘স্বপ্নে জন্মস্থানে ফিরে যাই’। গানের কথায় বলা হয়, তুমি বাতাস দিয়ে আমার কাছে ফিরে এসেছো। আমি ঘোড়ায় তোমাকে নিয়ে জন্মস্থানে ফিরে গিয়েছি। জন্মস্থানের গম পরিপক্ব হয়, ফুল ফুটছে। তা হল শুরু এবং চূড়ান্ত জায়গা। দূরের মেঘ হাল্কা তবে ভারি। অন্য জায়গার ঠান্ডা বৃষ্টি তোমার কাঁধে পড়ে। তুমি কি ফিরে আসবে?

আচ্ছা, শুনুন গানটি।

 

বন্ধুরা, এখন শুনুন চাও চাও-এর গান ‘পিচ ফুল ফুটেছে’। গানের কথাগুলো এমন: বাতাস, ফেব্রুয়ারি মাসের দক্ষিণাঞ্চল থেকে আসে। তুমি বসন্তের মার্চ মাসে ফুটো। গত বছর ফুল তোমার লোক, এখন আনন্দের সঙ্গে হাসছে। তোমার মাথায় মেঘের টুপি আছে। তুমি শিশুর মত হাসো। তুমি কি সত্যি আমাকে ভালোবেসেছো? আমি কি সত্যি তোমাকে মন দিয়েছি?

আচ্ছা, শুনুন গানটি।

 

প্রিয় শ্রোতা বন্ধুরা, এখন শুনুন চাও চাও-এর গান ‘তুমি আমার সবচেয়ে প্রিয় মেয়ে’। গানের কথায় বলা হয়, হাল্কা বাতাস তোমার চুল ছুঁয়ে আসে। আমি তোমাকে মনের কথা বলতে চাই। তবে সাহস পাই না। তুমি আমার আনন্দের উত্স, তোমার জন্য দুঃখ, তোমার জন্য চিন্তা করি। তুমি আমার সবচেয়ে প্রিয় মেয়ে।

আচ্ছা, শুনুন গানটি।

 

প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী চাও চাও-এর সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে।

(শুয়েই/তৌহিদ/সুবর্ণা)