সিনচিয়াংয়ে তুলা ফার্মের যান্ত্রিকায়ন
2022-03-29 17:06:29

সবাইকে শুভেচ্ছা। সবাই জানেন, সিনচিয়াংয়ের তুলা—উত্পাদনের পরিমাণ ও গুনগত মানের দিক থেকে—বিশ্বের প্রথম সারিতে রয়েছে। সিনচিয়াংয়ের আবহাওয়া তুলা চাষের জন্য উত্তম। আধুনিক কালে এসে তুলা চাষে যন্ত্র ও ডিজিটাল প্রযুক্তির ব্যাপক ব্যবহার এ খাতের উন্নয়ন ঘটিয়েছে।

৩০ বছর বয়স্ক আই হাই ফেং এবং তাঁর বন্ধু লিং লেই যখন দেশের বাড়ি সিনচিয়াংয়ের ইয়ু লি জেলার তুলা-ক্ষেতে দাঁড়িয়ে ‘২০ হেক্টর জমিতে তুলা চাষের’ চ্যালেঞ্জ নিয়েছিলেন, তখন কোনো স্থানীয় অভিজ্ঞ তুলাচাষী ভাবতেই পারেনি যে তারা সফল হতে পারে। ‘অসম্ভব, ২০ হেক্টর? আমরা তো রোবট নই তো’—এটা ছিল তাদের প্রতিক্রিয়া। অক্টোবর মাসে ২০ হেক্টর জমিতে তুলার ফসল দেখে সবাই আশ্চর্য হয়েছিল। এটা ছিল তুলা চাষে ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের সুফল।