রোববারের আলাপন-শিগগিরই খুলছে বেইজিং অলিম্পিকের স্টেডিয়ামগুলো
2022-03-27 06:36:36

আকাশ: সুপ্রিয় শ্রোতা, সবাইকে স্বাগত জানাচ্ছি চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠানে। আপনাদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের সাপ্তাহিক আয়োজন ‘রোববারের আলাপন’। আপনাদের সঙ্গে আছি আপনাদের বন্ধু এনাম ও আকাশ।


আকাশ: ভাই, বেইজিং শীতকালীন অলিম্পিক গেমস ও শীতকালীন প্যারালিম্পিক গেমস ইতোমধ্যে শেষ হয়েছে। খেলোয়াড়দের অধ্যবসায়, ভালবাসা ও একতার চেতনা সবসময় আমাদের মনে থাকবে এবং উত্সাহিত ও অনুপ্রাণিত করবে। এবারের বেইজিং শীতকালীন অলিম্পিক গেমস ও শীতকালীন প্যারালিম্পিক গেমসের কোন কোন প্রতিযোগিতা বা বিষয় আপনার নজর কেড়েছে? 

এনাম:...

আকাশ: বন্ধুরা, বেইজিং শীতকালীন অলিম্পিক গেমস ও শীতকালীন প্যারালিম্পিক গেমস শেষ হওয়ার পর, গেমসের স্টেডিয়ামগুলো কখন জনগণের জন্য উন্মুক্ত হবে? এ বিষয়ে আমরা আজ আলাপ করব, কেমন?


সম্প্রতি একটি সংবাদ সম্মেলনে বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসের সাংগঠনিক কমিটির মুখপাত্র ইয়ান চিয়া রং জানান, বিভিন্ন স্টেডিয়াম দ্রুত জনগণের জন্য খুলে দেয়ার পরিকল্পনা ও প্রস্তুতি নেয়া হচ্ছে। অনেক স্টেডিয়াম পরিকল্পনা করছে যে, পয়লা মের আগে জনগণের জন্য খুলে দিতে। আইস কিউব পরিকল্পনা করছে এপ্রিল মাসে খুলার। তিনি বলেন, “বেইজিং শীতকালীন অলিম্পিক গেমস ও শীতকালীন প্যারালিম্পিক গেমসের স্টেডিয়াম শুধু খেলোয়াড়দের জন্য  নয়, বরং সব ক্রীড়াপ্রেমীদের জন্য উন্মুক্ত হবে।”


তিনি জানান, গেমসের পর স্টেডিয়ামগুলো জনগণের জন্য খুলবে। এটি আসলে বেইজিং শীতকালীন অলিম্পিক গেমস ও প্যারালিম্পিক গেমসের টেকসই উন্নয়নের ধারণা বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ বিষয়। তিনি বলেন, “গেমসের পর কীভাবে স্টেডিয়ামগুলোকে কাজে লাগানো যায়, তা একটি বিশ্বজুড়ে বড় সমস্যা। তবে আমরা এ ব্যাপারে দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রদান করেছি। প্রত্যেক স্টেডিয়ামের নকশা করার সময়ে প্রতিযোগিতার পর কীভাবে কাজে লাগানো যাবে, তা পূর্ণভাবে বিবেচনা করা হয়েছে”। 


তিনি বলেন, স্টেডিয়ামগুলো পরে উচ্চ মানের প্রতিযোগিতা আয়োজন করবে। কিছু স্থাপনা বরফ ও তুষার কেন্দ্র ও পর্যটন স্থলে রুপান্তর হবে। তিনি আরো বলেন, “বেইজিং শীতকালীন অলিম্পিক পার্ক চিরকাল বেইজিংবাসীদের সঙ্গে থাকবে। ‘দুই অলিম্পিকের শহর’ বেইজিংয়ে দুটি অলিম্পিক পার্ক থাকবে।”