মার্চ ২৩: পানি হলো জীবনের ভিত্তি এবং সভ্যতার উত্স।
হাজার বছর ধরে জনগণ পানির পাশে বাস করে আসছে। মানুষ ও পানির সম্পর্ক অনেক গুরুত্বপূণ। ‘পানি আরো পরিষ্কার করা’ হলো প্রেসিডেন্ট সি চিন পিংয়ের একটি বড় মিশন। ‘পানি দেখা’ হলো প্রতিবার তার আঞ্চলিক পরিদর্শনের একটি গুরুত্বপূর্ণ অংশ। চীনের কমিউনিস্ট পার্টি বা সিপিসি’র আঠারোতম জাতীয় কংগ্রেসের পর থেকে তিনি বিভিন্ন অঞ্চল পরিদর্শনকালে পানির পরিবেশগত পরিবেশ সুরক্ষার ওপর অনেক গুরুত্ব দেন। ২২ই মার্চ হলো ৩০তম ‘বিশ্ব পানি দিবস’। ২২ থেকে ২৮ মার্চ হলো চীনের ৩৫তম ‘পানি সপ্তাহ’। আজকের এ ভিডিওতে ‘পানি’ সম্পর্কে প্রেসিডেন্ট সি চিন পিংয়ের গুরুত্বপূর্ণ মন্তব্য জানার চেষ্টা করব।