বন্ধুরা, এখন যে গানটি আপনারা শুনছেন, সেটা হল গায়ক মাও পু ই’র গাওয়া ‘রু কুও ইয়ৌ ই থিয়ান ওয়া পিয়ান ত্য হেন ইয়ৌ ছিয়ান’ অর্থাত ‘এক দিন যখন আমি ধনী হবো’। মাও পু ই ১৯৯৪ সালে জন্মগ্রহণ করেন। ২০১৭ সালে একটি গান প্রতিযোগিতা থেকে তিনি বিখ্যাত হন। সে বছরের সেপ্টেম্বর মাসে তার প্রথম এলবাম ‘সুপার স্টার পু ই’র স্টুডিওর নম্বর ১’ প্রকাশিত হয়। এর আগে তিনি হাংচৌ শহরের একটি হাসপাতালে নার্স হিসেবে কাজ করেছিলেন। তার গানে সাধারণ মানুষের মনের আকঙ্খার কথা প্রকাশ করা হয়। গানে বলা হয়, এক দিন আমি যখন ধনী হবো, তখন আমি বিশ্বভ্রমণ করবো না। বরং বিশ্বের সবচেয়ে বড় ও নরম সোফার মধ্যে শুয়ে খাওয়া-দাওয়া ঘুমানো এভাবে এক বছর থাকবো। এক দিন আমি যখন ধনী হবো, তখন সব মানুষকে আমার কাছে রাখবো। প্রতিদিন আনন্দের সঙ্গে খাওয়া-দাওয়া আড্ডা মারা, ভবিষ্যতের কথা নিয়ে চিন্তা করতে হবে না। ধনী হবো, ধনী হবো, কত মানুষ সময় নষ্ট করে ফেলে। ধনী হবো, ধনী হবো, তারপর ভদ্রলোকের মত বলবো টাকা জীবনের সব নয়।
এখন আরেকটি গান শুনুন। গানের নাম ‘মেই শিয়াং রু কু’ বা ‘আগের মত বরই ফুলের সুগন্ধ’।
গানে বলা হয়, ‘ফেটে যাওয়া বরই ফুলের স্নিগ্ধতায় পুরো বাগান সুগন্ধে ভরে গেছে। এ দৃষ্টি দেখে মন পড়ে প্রথম বার আমাদের দেখার কথা। সময়ের সঙ্গে চুল সাদা হয়ে গেছে। আমরা একসাথে কত ঘটনা দেখেছি। প্রতিশ্রুতির কথা অশ্রু চোখে প্রমাণিত হয়েছে। আমাদের কথা কখনো বদলে যায় নি।
এ গানে বলা হয়: আমার মত চমত্কার মানুষের জীবন খুব উজ্জ্বল হওয়ার কথা। কিন্তু কেন এখনো সাধারণ মানুষের মত সাধারণ জীবন কাটাচ্ছি। আমার মত চালাক মানুষ অনেক আগে থেকে আর সরল নই। কেন আবার আসল ভালবাসা দিয়ে আঘাত পেলাম? আমার মত বিভ্রান্ত মানুষ, আমার মত অন্বেষণের পথে যাওয়ার পথের মানুষ, আমার মত অপদার্থ মানুষ, তুমি আর কত দেখেছো?
‘পিয়ে জাই নাও ল্য’ চীনের একটি চলচ্চিত্র ‘কিল মোবাইল’-এর জন্য রচিত গান। গানে বলা হয়, আমরা হালকা কিছু কথা বলি, কেন এত গভীর বিষয় নিয়ে আলাপ করতে হয়? জানি তোমার মন অস্থির। সবারই জীবন সহজ নয়। আমি তোমার জায়গায় থাকলে তোমার মত অস্থির হতে পারি। সব হারিয়ে গেলেও আমি তোমার সঙ্গে আছি। আর ঝামেলা করো না। এ শীতকাল এতো ঠাণ্ডা, আমরা একসাথে বসলে ভাল হয় না? বাইরে হৈচৈ ভেতরে গোলমাল। আমরা আর ঝামেলা করবো না, কেমন?
এখন শুনুন র আরেকটি গান ‘নান ই তাও চিয়ে’ শুনাবো।
গানে বলা হয়েছে: মাঝে মাঝে মনে হয় নিজেই একটি সুপার স্টার। সবাই আমাকে ভালবাসে। আমি ধনী এবং বিখ্যাত। যখন জীবনে এমন কষ্টের সম্মুখীন হয়ে মরে যেতে ইচ্ছা করে, তখন নিজেকে সান্ত্বনা দিয়ে বলতাম আমি শুধু সুপারস্টার এখন সাধারণ মানুষের ছদ্মবেশে আছি। মাঝে মাঝে মনে হয় নিজেই একটি সুপার স্টার। আমার প্রতিভা কখনো শেষ হবে না। তাই যখন কোনো উপায় না থাকে তখন নিজেকে বলতাম এখন বিশ্রামের সময়। তুমিও মাঝে মাঝে নিজেকে সুপারস্টার মনে করো। এভাবে জীবনের আনন্দ বেশি থাকে।
গানে বলা হয়, বাতাসকে জিজ্ঞাস করো কেন পাখিকে উড়তে সাহায্য করো আবার তাকে বিভ্রান্ত করো? বৃষ্টিকে জিজ্ঞাস করো কেন সব বৃক্ষকে জীবন দিলো আবার তার কাপড় ভিজে দিয়েছে? তাকে জিজ্ঞাস করো কেন তার দাগকে চুমু দেওয়া যায় কিন্তু তাকে নিয়ে বাসায় যেতে পারে না? আমাকে জিজ্ঞাস করো কেন এখনো ভুলতে পারি না? তুমি জানো কোনো উত্তর পাবে না। যদি সামনের রাস্তায় কোন আলো না থাকে, তাহলে তুমি কি আমার হাত ধরে অজানা ভবিষ্যতে চলে যাবে?
এখন শুনুন গান ‘ছুন পিয়ান’।
প্রিয় শ্রোতা, গান শুনতে শুনতে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এলাম। তবে বিদায় নেওয়ার আগে আরেকটি গান শোনাবো। গানের নাম ‘না শি ত্য ওয়া মেন’ অর্থাত যখনকার আমরা। গানে বলা হয়েছে: ‘আমরা আসার সময় পায়ের ছাপ কি আকারের ছিল? তুমি সবসময় আমার পাশে ছিলে। প্রথম দেখার দিন থেকে এ পর্যন্ত আমরা কেউ বদলে যাই নি। আমাদের পাখা ছিল, পাহাড় ও সমুদ্র পার হয়ে ভবিষ্যতের দিকে উড়তে যেতাম। (স্বর্ণা/আলিম)