আকাশ ছুঁতে চাই পর্ব ৬৬
2022-03-24 19:14:35

একাত্তরের করুণ অধ্যায়: যুদ্ধশিশু ও নির্যাতনের শিকার নারী

১. মুক্তিযুদ্ধে যুদ্ধশিশুদের প্রসঙ্গ আড়ালে রাখা হয়েছে: শবনম ফেরদৌসী

২. নারীদের সম্মাননা: প্রতিবেদন

৩ সাহসী নারী বিজ্ঞানী ওয়াং ছিহুই

৪. ক্রীড়াক্ষেত্রে সাফল্য পেলেন বাংলাদেশের নারীরা

চীন আন্তর্জাতিক বেতারের ঢাকা স্টেশন থেকে প্রচারিত আকাশ ছুঁতে চাই অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শান্তা মারিয়া।

স্বাধীনতার মাস মার্চ। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে নারীদের রয়েছে অসামান্য অবদান। মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার সঙ্গে জড়িয়ে আছে নারীদের আত্মত্যাগ, যুদ্ধশিশু এবং আরও কিছু মর্মস্পর্শী বিষয়। মুক্তিযুদ্ধে নারীর অবদান এবং প্রাসঙ্গিক কিছু বিষয় নিয়ে আজ আমরা কথা বলবো বাংলাদেশের বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা শবনম ফেরদৌসীর সঙ্গে। আমাদের অনুষ্ঠানে তাকে স্বাগত জানাই।

মুক্তিযুদ্ধে যুদ্ধশিশুদের প্রসঙ্গ আড়ালে রাখা হয়েছে: শবনম ফেরদৌসী

সাক্ষাৎকার

বাংলাদেশের একজন বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা শবনম ফেরদোসী। তিনি এ পর্যন্ত ৪০টির বেশি চলচ্চিত্র পরিচালনা করেছেন। ২০১৬ সালে মুক্তি পায় তার পরিচারিত ‘জন্মসাথী’। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়কার যুদ্ধশিশুদের নিয়ে এই চলচ্চিত্র জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৬ আসরে প্রামাণ্যচিত্র বিভাগে সেরা পুরস্কার পায়। তিনি অনন্যা শীর্ষ দশসহ দেশীয় ও আন্তর্জাতিক অঙ্গনে বেশ কয়েকটি পুরস্কার ও সম্মাননা পেয়েছেন। ‘জন্মসাথী’ চলচ্চিত্রটি নির্মাণ করতে গিয়ে তিনি যুদ্ধশিশুদের বিষয়ে রিসার্চ করেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সৈন্য ও রাজাকাররা প্রায় তিন লাখ নারীকে ধর্ষণ ও নির্যাতন করে। তাদের অনেকের গর্ভে জন্ম নেয় যুদ্ধশিশু। যুদ্ধশিশুদের অনেককে বিদেশে বিভিন্ন দাতব্য সংস্থা গ্রহণ করে। কিছু যুদ্ধশিশু বাংলাদেশেই রয়ে যায়। শবনম ফেরদৌসী মনে করেন, বাংলাদেশের যুদ্ধশিশু ও নির্যাতনের শিকার নারীরা তাদের প্রাপ্য মর্যাদা পাননি। কঠোর জীবন সংগ্রামের মাধ্যমে তাদের বেঁচে থাকতে হয়েছে। বিষয়টি স্পর্শকাতর। কিন্তু তাদেরকে ইতিহাসের আলোকে আনা দরকার। তাদের স্বীকৃতি ও সহায়তা দেওয়া প্রয়োজন। নির্যাতনের শিকার নারীদের অনেককে বর্তমানে মুক্তিযোদ্ধার স্বীকৃতি দেওয়া হয়েছে।  এই স্বীকৃতি সকল বীরাঙ্গনারই প্রাপ্য। ‘মুক্তিযুদ্ধে যুদ্ধশিশুদের প্রসঙ্গ আড়ালে রাখা হয়েছে’ বলে  মন্তব্য করেন শবনম ফেরদৌসী।

শবনম ফেরদৌসী ভাষা আন্দোলনে নারীদের ভূমিকা নিয়েও চলচ্চিত্র নির্মাণ করেছেন। ভাষাজয়িতা নামে নির্মিত তথ্যচিত্রে তিনি মহান ভাষা আন্দোলনে অংশগ্রহণকারী নারীদের অনেকের সাক্ষাৎকার ও পরিচিতি তুলে ধরেছেন।

শবনম ফেরদৌসী মুক্তিযুদ্ধে নারীদের অবদান ও আত্মত্যাগের বিষয়টি তুলে ধরেন। স্বাধীনতার পঞ্চাশ বছরে নারীর অগ্রযাত্রার ইতিহাসও তুলে ধরেন তিনি।

 

 

নারীদের সম্মাননা

বিভিন্ন অঙ্গনে কাজের মাধ্যমে বাংলাদেশের সামগ্রিক উন্নয়নে অবদান রাখায় ‘এমজিআই বাঘবাংলা অপরাজিতা সম্মাননা’ পেয়েছেন দেশের আট নারী। সম্প্রতি রাজধানীর সোনারগাঁও হোটেলে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে তাঁদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

বাংলাদেশে আটটি ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য গুণী ৮ জন নারীকে যৌথভাবে ‘এমজিআই বাঘবাংলা অপরাজিতা সম্মাননা প্রদান করে দুটি বেসরকারি প্রতিষ্ঠান।

অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী।  অনেক সংকট থাকা সত্ত্বেও দেশের প্রতিটি ক্ষেত্রে নারীরা অবদান রেখে চলেছেন জানিয়ে স্পিকার বলেন, কর্মক্ষেত্রে ও যাতায়াতে নারীদের নিরাপত্তার বিষয়ে আরও কাজ করতে হবে। পাশাপাশি যেসব ক্ষেত্রে নারীদের সংকট রয়েছে, সেগুলো সমাধান করতে হবে।

এবার মুক্তিযুদ্ধে অবদান রাখায় রোকেয়া কবীর, ভাষা-সাহিত্যে নাসরীন জাহান, শিল্প-সংস্কৃতিতে কনকচাঁপা চাকমা, উদ্যোক্তা নারী হিসেবে রুবানা হক, বিনোদনে অপি করিম, তথ্যপ্রযুক্তিতে তানজিবা রহমান, খেলাধুলায় সালমা খাতুন ও তৃণমূলের আলোকিত নারী ক্যাটাগরিতে মিলন চিসিমকে পুরস্কার দেয়া হয়। 

এদিকে, সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল ট্রান্সজেন্ডার, পথশিশু ও বিশেষ শিশুদের নিয়ে চার দিনব্যাপী ‘বাংলাদেশ উইমেন ওয়ারিয়র্স অ্যাওয়ার্ড অ্যান্ড এক্সপো। এ আয়োজনে  নারী উদ্যোক্তা ও ফ্যাশন ডিজাইনার রোবাইয়াত ফাতিমা তনিকে সম্মাননা দেয়া হয়।

উন্নত বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে একজন নারী শুধু গৃহিণী নয়, বরং নিজের সাহসী চেষ্টায় একজন সফল উদ্যোক্তা হয়ে অন্যের কর্মসংস্থান সৃষ্টিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় এ সম্মাননা প্রদান করা হয়। 

 

 

 

সাহসী নারী বিজ্ঞানী ওয়াং ছিহুই

চীনের একজন সাহসী নারী বিজ্ঞানী ওয়াং ছিহুই যিনি নিরলসভাবে তার লড়াই চালিয়ে যাচ্ছেন কোভিড ১৯ কে পরাজিত করার জন্য। 

কোভিড ১৯ ভাইরাসকে পরাজিত করতে পারে এমন নতুন অ্যান্টিবডি ড্রাগস আবিষ্কারের চ্যালেঞ্জিং মিশন চালিয়ে যাচ্ছেন তিনি। ওয়াং চীনের শীর্ষে একাডেমিক প্রতিষ্ঠানের একজন ভাইরোলজিস্ট। ২০২০ সালের জানুয়ারি থেকে  ওয়াং এবং তার দল ভাইরাসের রি এজেন্ট টেস্টিং, অ্যান্টিবডি এবং ভ্যাকসিন গবেষণায় কঠোর পরিশ্রম করছেন।

স্বল্প সময়ের মধ্যে কার্যকর অ্যান্টিবডি আবিষ্কারের জন্য দীর্ঘদিন গবেষণাগার ত্যাগ করেননি ওয়াং। দিনরাত এক করে পরিশ্রম করেছেন। তার এই পরিশ্রম বৃথা হয়নি। নভেল করোনা ভাইরাসের প্রথম আউটব্রেকের পাঁচ মাসের মাথায় সাফল্য পান  ওয়াং।

নভেম্বরে তার আবিষ্কৃত অ্যান্টিবডি আমেরিকা ও কয়েকটি ইউরোপীয় দেশসহ ১৫টি দেশে ইমারজেন্সি ব্যবহারের অনুমতি পায়।

ওয়াংকে তার সহকর্মীরা বলেন সুপারওম্যান। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে তিনি সংসারে খুব কম সময়ই দিতে পেরেছেন। তার ৭ বছর বয়সী ছেলেকে দেখাশোনা করেছেন শাশুড়ি। ওয়াং মনে করেন শাশুড়ির সঙ্গে সুসম্পর্ক থাকায় সংসারের দায়িত্বপালন তার পক্ষে সহজ হয়েছে।

ওয়াং ছিহুই এমন একজন চীনা নারী যিনি তার প্রতিভা ও পরিশ্রমে মানবসেবায় অনন্য ভূমিকা রেখে চলেছেন।

ক্রীড়াক্ষেত্রে সাফল্য পেলেন বাংলাদেশের নারীরা

বাংলাদেশের নারীরা এগিয়ে যাচ্ছেন ক্রীড়াক্ষেত্রে। সম্প্রতি দুটি উল্লেখযোগ্য সাফল্য পেয়েছেন তারা।

 বাংলাদেশের নারী ক্রিকেট দল সম্প্রতি ওয়ান ডে বিশ্বকাপে নিজেদের অভিষেক আসরে জয় তুলে নিয়ে ইতিহাস গড়েছে।

নিউজিল্যান্ডের হ্যামিলটনে নারীদের ওয়ান ডে ক্রিকেট বিশ্বকাপ ম্যাচে এই  ইতিহাস গড়ে বাংলাদেশ দল।

পাকিস্তানকে হারিয়ে জয়ের পতাকা উড়িয়েছে তারা। গত সপ্তাহে এই ঐতিহাসিক জয় লাভ করেন বাংলাদেশের নারী ক্রিকেটাররা।

এবারই প্রথম ওয়ানডে বিশ্বকাপ খেলছে বাংলাদেশের নারী ক্রিকেট দল আর এটাই বাংলাদেশের প্রথম বিশ্বকাপ ম্যাচ জয়। ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে প্রথম জয় পাওয়ায় বাংলাদেশ নারী ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ২৩৪ রান তোলে বাংলাদেশের মেয়েরা। ওয়ানডেতে এটিই বাংলাদেশের নারীদের সর্বোচ্চ সংগ্রহের রেকর্ড।নতুন এ রেকর্ডে বড় অবদান ফারজান হক ও নিগার সুলতানার।

বাংলাদেশের বোলারদের মধ্যে ফাহিমা খাতুন ৩৮ রানে সর্বোচ্চ তিনটি উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন। এছাড়া রুমানা নেন দুটি উইকেট। একটি করে উইকেট নিয়েছেন জাহানারা আলম ও সালমা খাতুন।

অন্যদিকে

থাইল্যান্ডের ফুকেটে এশিয়া কাপ ওয়াল্র্ড র‌্যাংকিংয়ে আর্চারিতে মেয়েদের দলগত ইভেন্টে স্বর্ণজয় করে দেশের মুখ উজ্জ্বল করেছেন  বাংলাদেশের নারীরা

 

এশিয়া কাপ ওয়ার্ল্ড র‌্যাংকিং  টুর্নামেন্টের  স্টেজ-১ এ  চলতি সপ্তাহে মেয়েদের দলগত রিকার্ভে ভারতকে ৫-৪ সেট পয়েন্টে হারায় বাংলাদেশ। দলের হয়ে খেলেন নাসরিন আক্তার, ফামিদা সুলতানা নিশা ও দিয়া সিদ্দিকী।

সেমি-ফাইনালে বাংলাদেশের কাছে ৫-১ সেট পয়েন্টে হারা কাজাখস্তান এই ইভেন্টে ব্রোঞ্জ পেয়েছে স্বাগতিক থাইল্যান্ডকে ৬-০ ব্যবধানে হারিয়ে।

আর্চারিতে নারীদের এই স্বর্ণজয় ছিল ক্রীড়াক্ষেত্রে বাংলাদেশের নারীদের এগিয়ে যাওয়ার একটি দৃষ্টান্ত।

 

সুপ্রিয় শ্রোতা আকাশ ছুঁতে চাই অনুষ্ঠানের শেষ পর্যায়ে পৌঁছে গেছি আমরা।

আমাদের অনুষ্ঠান আপনারা সবসময় শুনতে পাবেন শর্ট ওয়েভ ৯ হাজার ৪শ ৯০ এবং শর্ট ওয়েভ ১১ হাজার ৬শ ১০ কিলোহার্টজে। আরও শুনতে পাবেন সিআরআই বাংলার ওয়েবসাইটে এবং অবশ্যই আমাদের ফেসবুক পেজে। জেনে নিন আমাদের ইমেইল অ্যাডরেস, cmg.bangla@gmail.com আমাদের ফেসবুক পেজ facebook.com/CRIbangla এবং facebook.com/CMGbangla এবংআমাদের সাক্ষাৎকারগুলো ইউটিউবে দেখতে পাবেন। youtube.com/CMGbangla.

আজ এ পর্যন্তই। সুস্থ থাকুন ভালো থাকুন। আবার কথা হবে। বিদায়ের আগে সবাইকে আবারও জানাই মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।

সার্বিক  সম্পাদনা: ইয়ু কুয়াং ইউয়ে আনন্দী

লেখা, গ্রন্থনা, উপস্থাপনা : শান্তা মারিয়া

 

নারীদের সম্মাননা বিষয়ক  প্রতিবেদন: রওজায়ে জাবিদা ঐশী

সাহসী নারী বিজ্ঞানী ওয়াং ছিহুই এবং ক্রীড়াক্ষেত্রে সাফল্য পেলেন বাংলাদেশের নারীরা, প্রতিবেদন: শান্তা মারিয়া

অডিও সম্পাদনা: রওজায়ে জাবিদা ঐশী