‘মহাকাশ শিক্ষকের’ পাঠদান প্রসঙ্গ
2022-03-24 16:03:27


মার্চ ২৪: গতকাল (বুধবার) ‘থিয়ান কুং ক্লাসরুম’-এর পাঠদান কার্যক্রম চীনের মহাকাশ কেন্দ্রে অনুষ্ঠিত হয়। এটি ছিল চীনের মহাকাশকেন্দ্র থেকে মহাকাশচারীদের তৃতীয় ‘মহাকাশ পাঠদান’। চীনের বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘর হচ্ছে এই শিক্ষাদান কার্যক্রমের প্রধান গ্রাউন্ড ক্লাসরুম। তিব্বতের লাসা ও সিনচিয়াংয়ের উরুমুচিতে দুটি গ্রাউন্ড সাব-ক্লাসরুমও রয়েছে। ‘মহাকাশ শিক্ষক’ চাই চি কাং, ওয়াং ইয়া পিং এবং ইয়ে কুয়াং ফু পৃথিবীর শিশুদের জন্য আরেকটি চমত্কার মহাকাশ বিজ্ঞান ক্লাস নিলেন। আজকের সংবাদ পর্যালোচনায় আমি এই বিষয়ে আলোচনা করবো।

শিক্ষক ওয়াং ইয়া পিং বলেন, “মহাকাশ-গবেষণার কোনো শেষ নেই। সবাইকে শুভেচ্ছা। আমি ‘মহাকাশ শিক্ষক’ ওয়াং ইয়া পিং খুবই আনন্দের সঙ্গে সবার সামনে আবারও হাজির হয়েছি। আজ হচ্ছে আমাদের ‘থিয়ানকুং ক্লাসের’ দ্বিতীয় পাঠ।”

এদিন ৪৫ মিনিটের ক্লাস নেন মহাকাশচারী চাই চি কাং, ওয়াং ইয়া পিং এবং ইয়ে কুয়াং ফু। তারা পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে মহাকাশে সংশ্লিষ্ট পরীক্ষা-নিরীক্ষা চালান। এসবের মধ্যে রয়েছে মহাকাশে মাইক্রোগ্র্যাভিটিতে ‘বরফ ও তুষার’ পরীক্ষা, পানি থেকে তেল বিচ্ছিন্ন করার পরীক্ষা, এবং মহাকাশ প্যারাবোলিক পরীক্ষা। সেই সাথে মহাকাশ স্টেশনের কিছু বৈজ্ঞানিক ব্যবস্থা  এবং মহাকাশে তাদের কর্ম-জীবনের অবস্থাও তুলে ধরেন তাঁরা। শিক্ষাদানের সময় মহাকাশচারীরা ভিডিও-লিঙ্কের মাধ্যমে ভূমিতে শিক্ষক ও ছাত্রছাত্রীদের সঙ্গে ভাব বিনিময়ও করেন। চীনের গণবিশ্ববিদ্যালয়ের মাধ্যমিক বিদ্যালয়ের মহাকাশ স্কুলের ছাত্র ছাও চিং চুও বলেন,


“এই ক্লাসের কারণে মহাকাশ-গবেষণার প্রতি আমার আগ্রহ বেড়েছে। আগে আমার ধারণা ছিল, শুধু বইয়ের পড়াই মহাকাশ সম্পর্কে জানার জন্য যথেষ্ট। তবে মহাকাশচারীদের ক্লাসের অংশ নেওয়ার পর আমার মনে হয়ে যে, বইয়ের বাইরেও অনেককিছু জানার আছে।”

সবাই জানেন যে, পানি ও তেলের ঘনত্ব ভিন্ন বলে এই দুটি পদার্থ মিশে না। তবে মহাকাশে পানি ও তেল মিশে যায়।  ‘ফাং ছাও তি’ আন্তর্জাতিক স্কুলের ১২ বছর বয়সী মার্কিন ছাত্রী আন না গ্রাউন্ড শাখা-ক্লাসরুমের শিক্ষিকা ওয়াং ইয়া পিংয়ের লেকচার শোনার পর পানি ও তেল মেশানোর চেষ্টা করেন। তিনি বলেন, 

‘আমি আমাদের টেবিলে রাখা বোতলটি ঝাঁকালাম এবং দেখতে পেলাম যে, পানি ও তেল মোটামুটি মিশে গেল এবং তারপর  পানি ও তেল আবার আলাদাও হয়ে গেলো। কারণ, তেল ও পানির ঘনত্ব এক নয়। অথচ মহাকাশ স্টেশনের পরীক্ষায় তেল ও পানি একসঙ্গে ঝাঁকানোর পর দেখা গেল তা মিশে গেছে!”

 ‘থিয়ান কুং ক্লাসরুম’-এর বিশেষজ্ঞ গ্রুপের সদস্য এবং বেইজিং পরিবহন বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ছেন চেং বলেন,


“মহাকাশ থেকে ক্লাস নেওয়ার সময় কয়েকটি বিষয় খেয়াল রাখতে হয়। প্রথমটি হলো নিরাপত্তা। এ ধরনের ক্লাস যেন মহাকাশকেন্দ্রের কোনো ক্ষতি করতে না-পারে, তা নিশ্চিত করতে হবে; কোনো ঝুঁকি নেওয়া চলবে না। দ্বিতীয়ত, মহাকাশের পরীক্ষা-নিরীক্ষা পৃথিবীপৃষ্ঠের পরীক্ষার থেকে আলাদা হবে। পৃথিবীপৃষ্ঠে আপনি তরল দিয়ে সেতু তৈরি করতে পারেন না! তৃতীয়ত, মহাকাশচারীদের ওপর অতিরিক্ত বোঝা চাপানো উচিত নয়।”

চায়নিজ একাডেমি অফ সায়েন্সেসের স্পেস অ্যাপ্লিকেশন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি সেন্টারের অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক চাং ওয়েই বলেন, ‘থিয়ান কুং ক্লাসরুমের’ প্রথম পাঠের তুলনায় দ্বিতীয় পাঠ ছিল খানিকটা ভিন্ন। এবার মহাকাশ স্টেশনের এক্সপেরিমেন্টাল ক্যাবিনেটও ক্লাস নেওয়ার জন্য বেছে নেওয়া হয়। তিনি আরও বলেন, ভবিষ্যতে চীনের মহাকাশ স্টেশন থেকে ‘মহাকাশ শিক্ষক’ লেকচার আরও সমৃদ্ধ হবে। (ওয়াং হাইমান/আলিম/ছাই)