‘আগের আমি’
2022-03-23 09:46:37

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের খুব জনপ্রিয় কণ্ঠশিল্পী ছেন চিয়ে ই’র সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং তার কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনাবো।

 

ছেন চিয়ে ই, ১৯৭২ সালের ১৫ সেপ্টেম্বর সিংগাপুরে জন্মগ্রহণ করেন। তিনি হলেন চীনা ভাষার সংগীত মহলের একজন বিখ্যাত নারী কণ্ঠশিল্পী; তিনি একই সঙ্গে একজন অভিনেত্রীও বটে।

 

১৯৯৩ সালের অক্টোবর মাসে ছেন চিয়ে ই’র প্রথম চীনা ভাষার অ্যালবাম ‘সুষম হওয়া’ প্রকাশ করেন। ১৯৯৪ সালে ছেন চিয়ে ই তাইওয়ান প্রদেশের লি দ্য মিউজিকের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেন। নভেম্বর মাসে তাঁর দ্বিতীয় অ্যালবাম ‘হৃদয়ের ব্যথা’ প্রকাশিত হয়। এর মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে তাইওয়ানের সংগীত মহলে পা রাখেন।

 

১৯৯৫ সালের জুন মাসে ছেন চিয়ে ই’র তৃতীয় অ্যালবাম ‘উত্তেজনাময়’ রিলিজ হয়। ১৯৯৬ সালের জুন মাসে ছেন চিয়ে ই’র চতুর্থ অ্যালবাম ‘মর্মাহত’ মুক্তি পায়। সেই বছরের ডিসেম্বর মাসে ছেন চিয়ে ই’র পঞ্চম অ্যালবাম ‘তোমাকে ঘৃণা করতে চাই না’ প্রকাশিত হয়।

 

প্রিয় বন্ধুরা, এখন শুনুন ছেন চিয়ে ই’র কণ্ঠে ‘আগের আমি’ গানটি। গানের কথাগুলো এমন: দূরের মেঘ, আমার কাছে আসছে। দূরের সেই মানুষের অপেক্ষা করতে হয়। পরিচিত কণ্ঠ, আর শোনা যায় না, তুমি বলো, তুমি চলে যাচ্ছো, আগামীকাল ফিরে আসবে। এখন তুমিও ভাবছো- আগের আমিই আছি। আমরা ঠিক করেছি, বিদায় দিবো না, কেন চিন্তা করো।

আচ্ছা, শুনুন গানটি।

 

প্রিয় শ্রোতাবন্ধুরা, এখন শুনুন ছেন চিয়ে ই’র গান ‘ঠান্ডা হলে ফিরে আসি’। গানের কথাগুলো এমন: আগে রেডিও থেকে পুরোনো গান শিখতাম, আমি মাকে জিজ্ঞেস করি, কেন দুঃখ ভালো লাগে। মা হাসতে বলেন, তিনিও বোঝেন না। আমি বাইরে বেড়াতে যেতে চাই, মা রাজি হয়। ঠান্ডা হলে তুমি বাসায় ফিরে আসো। রেডিও থেকে নতুন গান শিখি, বন্ধুকে জিজ্ঞেস করি, কেন স্বপ্নেও আনন্দ পাই।

আচ্ছা, শুনুন গানটি।

 

প্রিয় শ্রোতাবন্ধুরা, এখন শুনুন ছেন চিয়ে ই’র গান ‘তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি ফিরে আসো’। গানের কথাগুলো এমন: বিদায়ের সময় মনে করি, সময়ের সঙ্গে প্রতিযোগিতায় আমি জয়ী হয়েছি। তবে সবসময় একটি কণ্ঠ আমাকে বলে, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি ফিরে আসো। ফিরে দেখি যুগ বদলে গেছে।

আচ্ছা, শুনুন গানটি।

 

প্রিয় বন্ধুরা, এখন শুনুন ছেন চিয়ে ই’র গান ‘পরিতাপ’। গানের কথাগুলো এমন: কে ভুল করেছে, তা গুরুত্বপূর্ণ নয়। তুমি সবসময় মনে করো, জীবনকে অনুভবের জন্য বেশি প্রেম করতে হয়। তোমাকে স্বপ্নের দুনিয়ায় নিয়ে যাই।

আচ্ছা, শুনুন গানটি।

 

প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী ছেন চিয়ে ই’র সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে।

(শুয়েই/তৌহিদ/সুবর্ণা)