‘ভালোভাবে প্রেম করা’
2022-03-23 09:48:32

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের খুব জনপ্রিয় কণ্ঠশিল্পী তেং লি সিনের সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং তার কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনাবো।

 

তেং লি সিন, ১৯৮৩ সালের ১৫ অক্টোবর চীনের হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলে জন্মগ্রহণ করেন। তিনি হলেন চীনের হংকংয়ের সংগীত মহলের একজন নারী কণ্ঠশিল্পী। তিনি একই সঙ্গে একজন অভিনেত্রীও বটে।

 

২০০০ সালে তেং লি সিন সংগীত ব্যান্ড “Cookies”-এ যোগ দিয়ে আনুষ্ঠানিকভাবে সংগীত মহলে পা রাখেন। ২০০৫ সালে তাঁর প্রথম অ্যালবাম ‘Coloring Stephy’ বাজারে আসে। ২০০৮ সালে তিনি প্রথমবারের মতো চলচ্চিত্র অভিনয়ে যোগ দেন। তাঁর অভিনয় করা প্রথম চলচ্চিত্রের নাম ‘শতভাগ ভালোবাসা’।

 

প্রিয় বন্ধুরা, এখন শুনুন তেং লি সিনের কণ্ঠে ‘ভালোভাবে প্রেম করা’। গানের কথাগুলো এমন: তোমার সঙ্গে পরিচিত হয়েছি তিন হাজার দিন। আমার কোনও নাম নেই। সৌভাগ্যের বিষয় হলো তোমার সঙ্গে সেই যাত্রায় আমি ছিলাম। তোমার সঙ্গে প্রেমের আকাঙ্ক্ষা ছিল। প্রেমিক প্রেমিকা বন্ধুর চেয়েও সহজে বিদায় নেয়। আজ থেকে ভালোভাবে প্রেম করতে হবে। আগের প্রেম ছেড়ে দিতে হবে।

আচ্ছা, শুনুন গানটি।

 

প্রিয় বন্ধুরা, এখন শুনুন তেং লি সিনের গান ‘সাত বছর’। গানের কথায় বলা হয়, তোমার হাত ধরি। তোমাকে ভালোবাসি, আমি সব বাস্তবায়িত করতে চাই। আগের অনুরাগ, কেন এখন বিরক্তে পরিণত হয়। পরস্পর পালিয়ে যেতে চাই। সাত বছরের প্রেম, মুহূর্তে হারিয়ে যায়।

আচ্ছা, শুনুন গানটি।

 

প্রিয় শ্রোতাবন্ধুরা, এখন শুনুন তেং লি সিনের গান ‘আমার প্রিয়’। গানের কথাগুলো এমন: বিদায়ের পর প্রথমবারের মতো দেখা করেছি, তোমার কণ্ঠ আবার শুনতে পাই। তোমার হাসিমুখ দেখতে পছন্দ করি। আমরা বিচ্ছেদ করি, তবে সবসময় আবার দেখা করতে পারি।

আচ্ছা, শুনুন এই গান।

 

প্রিয় শ্রোতাবন্ধুরা, এখন শুনুন তেং লি সিনের গান ‘কালো ছবি’। গানের কথাগুলো এমন: জড়িয়ে ধরলে আমি ঘুমে পড়তে পারি। একা বসে কেউ সঙ্গে ছিল না। এই ছবি নতুন নয়। চেহারায় মিল আছে। শুধু এই ছবি স্পষ্ট দেখা যায়, প্রমাণ হয় যে তুমি আমার পরিবারে ছিল। এটাই হল কপাল, মাথা ঠান্ডা রাখতে হয়।

আচ্ছা, শুনুন গানটি।

 

প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী তেং লি সিনের সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে।

(শুয়েই/তৌহিদ/সুবর্ণা)