ইলিতে বসন্তকালীন চাষ শুরু
2022-03-23 15:18:03

র্চ ২২: বসন্তের বৃষ্টি বসন্তকালীন চাষ থামাতে পারে না। ইলি নদী উপত্যকায় কৃষিকাজ নিয়ে ব্যস্ত স্থানীয় কৃষক। মার্চের মাঝামাঝি সময়ে, ইলি নদী উপত্যকায় বসন্তকালীন চাষের কাজ পুরোদমে চলছে। ইলি নদীর নিম্ন অববাহিকায় অবস্থিত হুওছেং জেলায় উত্তর সিনচিয়াংয়ে সবচেয়ে প্রথমে বসন্তকালীন চাষ শুরু হয়। যদিও সম্প্রতি বসন্তকালীন বৃষ্টিপাত চাষের অগ্রগতিকে প্রভাবিত করেছে, কৃষকরা বৃষ্টির মধ্যেও তাদের কাজ বন্ধ করেনি। কেউ কেউ গ্রিনহাউসে চারা তোলে, বা কৃষি উপকরণ সুপারমার্কেটে সার ও বীজ কেনেন। সবমিলিয়ে বসন্তকালীন চাষবাসের প্রস্তুতি চলছে ইলি নদী অঞ্চলে। 
(ইয়াং/আলিম/ছাই)