জলবায়ু পরিবর্তন মোকাবিলায় চীনের ভূমিকা ও বিশ্ব আবহাওয়া সংস্থার প্রশংসা
2022-03-23 11:15:21



মার্চ ২৩: ২৩ মার্চ বিশ্ব আবহাওয়া দিবস। এবারের বিশ্ব আবহাওয়া দিবসের মূল প্রতিপাদ্য হচ্ছে: ‘আগাম সতর্কতা এবং আগাম কার্যক্রম’। চলতি বছর হচ্ছে গণপ্রজাতন্ত্রী চীনের বিশ্ব আবহাওয়া সংস্থায় নিজের বৈধ আসন ফিরে পাওয়ার ৫০তম বার্ষিকী।

বিশ্ব আবহাওয়া দিবস উপলক্ষ্যে সিএমজি’র সংবাদদাতা বিশ্ব আবহাওয়া সংস্থার মহাসচিব তালাসের সাক্ষাত্কার নিয়েছেন সম্প্রতি। তিনি বিগত ৫০ বছরে দুর্যোগ মোকাবিলা ও নিয়ন্ত্রণ এবং আগাম সতর্কতাসহ আবহাওয়াসংক্রান্ত সেবা উন্নয়নে  অবদান রাখায় চীনের ভূয়সী প্রশংসা করেন।

বিশ্ব আবহাওয়া সংস্থা জানায়, জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বের অনেক অংশে চরম আবহাওয়া, জলবায়ু এবং জলবিদ্যুত্ সংক্রান্ত নেতিবাচক ঘটনার সংখ্যা ও তীব্রতা দিন দিন বাড়ছে। পৃথিবীর মানুষে আগের চেয়ে বেশি ঝুঁকির মধ্যে আছে।

মহাসচিব তালাস বলেন, জাতিসংঘের আবহাওয়া, জলবায়ু ও পানিসংশ্লিষ্ট সংস্থার হিসেবে বিশ্ব আবহাওয়া সংস্থার এক গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে এর ১৯৩টি সদস্যরাষ্ট্রের জন্য মৌলিক পর্যবেক্ষণমূলক উপাত্ত ও সতর্কতা-সেবা নিশ্চিত করা। তবে বর্তমানে শুধু অর্ধেক সদস্যরাষ্ট্রে প্রাথমিক সতর্কীকরণ ব্যবস্থা রয়েছে, যা সংস্থার জন্য চ্যালেঞ্জস্বরূপ। এই সম্পর্কে তিনি বলেন


‘প্রাথমিক সতর্কীকরণ পরিষেবাগুলোর মাধ্যমে, আমরা জীবন বাঁচাতে পারি, হতাহতের সংখ্যা কমাতে পারি, পাশাপাশি অর্থনৈতিক ঝুঁকিও কমাতে পারি। কৃষি উত্পাদনশীলতা বৃদ্ধি, জননিরাপত্তা নিশ্চিত করা, এবং বিভিন্ন অবকাঠামোর ক্ষতি এড়ানোর ক্ষেত্রে আমরা অনেকাংশে সফল হতে পারে। সেইসাথে নিরাপদ পরিবহন নিশ্চিত করাও সম্ভব।’

গত বছরের আগস্টে প্রকাশিত বিশ্ব আবহাওয়া সংস্থার ‘আবহাওয়া, জলবায়ু এবং পানিসংশ্লিষ্ট চরম ঘটনা থেকে মৃত্যু ও অর্থনৈতিক ক্ষতি, ১৯৭০-২০১৯’ রিপোর্ট অনুসারে, এই সময়ের মধ্যে বিশ্বব্যাপী ১১ হাজারেরও বেশি বিপর্যয় ঘটেছে। এতে মৃতের সংখ্যা ২০ লাখেরও বেশি এবং ক্ষয়ক্ষতির পরিমাণ ৩.৬৪ ট্রিলিয়ন মার্কিন ডলার ছিল। এই সংস্থার হিসাবে, বিশ্বের প্রতি তিনজনের মধ্যে একজন এখনও আগাম সতর্কতাব্যবস্থার আওতায় নেই। একটি দেশের আবহাওয়া ও পানি বিভাগ, দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা এবং উন্নয়ন সংস্থাগুলোর মধ্যে সমন্বয় ও সহযোগিতা জোরদার করা দুর্যোগে প্রতিরোধ, নিয়ন্ত্রণ, ও মোকাবিলার জন্য গুরুত্বপূর্ণ। কোভিড-১৯ মহামারীর কারণে এ সংশ্লিষ্ট চ্যালেঞ্জগুলো আরও জটিল হয়েছে। এ অবস্থায় জলবায়ু পরিবর্তন মোকাবিলায় অবিরাম উন্নয়নসহ বৈশ্বিক লক্ষ্য বাস্তবায়নে অগ্রগতি অর্জন করা দরকার।

১৯৭২ সালে গণপ্রজাতন্ত্রী চীন বিশ্ব আবহাওয়া সংস্থায় তার বৈধ আসন ফিরে পায়। তালাস বলেন, বিগত ৫০ বছরে, বিশ্ব আবহাওয়া সংস্থার একটি গুরুত্বপূর্ণ সদস্যরাষ্ট্র হিসাবে, চীন বিশ্ব আবহাওয়া সংস্থার বৈশ্বিক পরিচালন ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে; বৈশ্বিক জলবায়ু পরিবর্তনে ইতিবাচক সাড়া দিয়েছে; চরম প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নিয়েছে; আঞ্চলিক, বহুপাক্ষিক এবং দ্বিপাক্ষিক আন্তর্জাতিক আবহাওয়া সংক্রান্ত সহযোগিতা, শিক্ষা ও প্রশিক্ষণ এবং অনুন্নত দেশগুলোর জন্য আন্তর্জাতিক আবহাওয়া সংক্রান্ত সহায়তায় উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে। চীন বৈশ্বিক আবহাওয়া পূর্বাভাস উন্নয়নে কাজ করে যাচ্ছে। চীন ভবিষ্যতেও গুরুত্বপূর্ণ ও সক্রিয় ভূমিকা পালন করে যাবে বলে আশা করা যায়। (ওয়াং হাইমান/আলিম/ছাই )