চিয়াংসু দংহাই: অবকাঠামো উন্নয়নে নাগরিকদের সুখ
2022-03-23 15:54:30

সুন্দর বাড়িঘর ও সম্পূর্ণ অবকাঠামো; মাঠ, বাগান, সবকিছু মিলে গ্রাম পুনরুজ্জীবনের দৃষ্টান্ত। ২০১৮ সালের সেপ্টেম্বরে চিয়াংসু প্রদেশের দংহাই জেলায় গ্রাম পুনরুজ্জীবন পরিকল্পনা বাস্তবায়ন শুরু হয়। পরিকল্পনার আওতায় ১০ সহস্রাধিক গ্রামবাসী সুন্দর বাড়িঘরে স্থানান্তরিত হয়েছেন। তাঁদের জীবনযাত্রার মান ও বসবাসের পরিবেশ অনেক উন্নত হয়েছে।

স্থানীয় গ্রামবাসীরা ই-কমার্স প্ল্যাটফর্মে কেনাকাটা করেন এবং বাড়ির কাছে বিনোদনকেন্দ্রে শরীরচর্চা করেন। তাঁদের বসবাস এলাকায় শরীরচর্চার ব্যবস্থা, পরিষেবাকেন্দ্র, কিন্ডারগার্টেন, পার্ক রয়েছে। নতুন গ্রামে বাসিন্দাদেরকে আরও বেশি সুযোগ-সুবিধা দেওয়া ছিল লক্ষ্য।

দংহাই জেলা সার্বিকভাবে থানা ও গ্রামের অবস্থা বিবেচনা করে স্থানীয় নাগরিকদের জীবন ও উত্পাদনের প্রয়োজন পূরণ করেছে। গ্রামে কৃষিযন্ত্র রাখার জায়গা ও পারিবারিক সবজি বাগান নির্মিত হয়েছে।

সাম্প্রতিক বছরগুলোয় দংহাই জেলায় সবজি, ফুল, স্ট্রবেরি, আঙ্গুর, ভোজ্য মাশরুম ও ব্লুবেরি শিল্পের আধুনিকায়নের কাজে সাফল্য অর্জিত হয়েছে। জেলার বিভিন্ন থানায় নিজস্ব বৈশিষ্ট্যময় শিল্প গড়ে উঠেছে।

দংহাই জেলার ছুইয়াং থানায় ক্রিস্টাল প্রক্রিয়াকরণ শিল্প গড়ে উঠেছে এবং ক্রিস্টাল প্রক্রিয়াকরণ শিল্পক্ষেত্র নির্মিত হয়েছে। শিলিয়াংহ্যে থানায় আঙ্গুর-পর্যটন শিল্প গড়ে উঠেছে। স্থানীয় গ্রামবাসীদের আয় অনেক বেড়েছে।  

দংহাই জেলার ক্যাডার, পেশাদার দক্ষ কর্মী ও স্বেচ্ছাসেবকরা গ্রামবাসীদেরকে অনেক সহায়তা করেছেন এবং প্রশিক্ষণ দিয়েছেন।

দংহাই জেলার গ্রামগুলোতে গ্রামের ইতিহাস ও লোককাহিনীভিত্তিক জাদুঘর নির্মিত হয়েছে। এ ছাড়াও, বিভিন্ন গ্রামে সাংস্কৃতিক ও লোককাহিনীভিত্তিক পরিবেশনার ব্যবস্থা গড়ে উঠেছে।  

বর্তমানে দংহাই জেলার বিভিন্ন গ্রামে চিকিত্সা, শিক্ষা, দক্ষ কৃষি শিল্প, গ্রামীণ ভ্রমণসহ বিভিন্ন ব্যবস্থা দ্রুত উন্নত হচ্ছে। বাসিন্দাদের জীবনমানও অনেক উন্নত হয়েছে। (ছাই/আলিম)