ওয়াং সিনলিং
2022-03-23 14:55:31

ওয়াং সিনলিং বা সিন্ডি ওয়াং ১৯৮২ সালের ৫ সেপ্টেম্বর চীনের তাইওয়ান প্রদেশের সিনজু জেলায় জন্মগ্রহণ করেন। তিনি হচ্ছেন তাইওয়ানের একজন গায়িকা ও অভিনেত্রী।

২০০৩ সালের ২৪ ফেব্রুয়ারি তাইওয়ান অ্যাভেক্সের প্রথম শিল্পী হিসেবে তিনি আইডল গায়ক হিসেবে আনুষ্ঠানিকভাবে শোবিজে প্রবেশ করেন। তাঁর প্রকাশিত প্রথম অ্যালবাম ‘সিন্ডি বিগিনে’ মোট ১০টি গান রয়েছে। অ্যালবামের প্রধান গান “সিন্ডারেলার চোখের পানি” তাঁর কণ্ঠস্বরের বৈশিষ্ট্য অনুযায়ী তৈরি হয়। অ্যালবামটি সিঙ্গাপুরের রেকর্ড বিক্রয় তালিকায় প্রথম স্থানে ছিল। 


বন্ধুরা, এতক্ষণ আপনারা যে গান শুনেছেন, এটি ২০০৪ সালের মার্চ মাসে সিন্ডি প্রকাশিত একই নামের দ্বিতীয় অ্যালবাম থেকে নেয়া। অ্যালবামটি জি-মিউজিক তালিকায় একটানা ৪ সপ্তাহ চ্যাম্পিয়ন ছিল। তাইওয়ানে অ্যালবামের বিক্রয় পরিমাণ ছিল ২ লাখ কপি। অ্যালবাম দিয়ে সিন্ডি নতুন শিল্পী ও সুপারিশ রেকর্ডসহ বেশ কয়েকটি পুরস্কার জিতেন। একই বছরের জুন মাসে কোম্পানি তাঁর জন্য প্রথম সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করে। সেপ্টেম্বর মাসে তাঁর প্রধান চরিত্রে প্রতিমা নাটক প্রকাশিত হয়। তিনি নাটকের জন্য কয়েকটি গান গেয়েছেন। নাটকের গান “ফুলের বিয়ের পোশাক”ও কয়েকটি পুরস্কার জিতেছে। তাহলে বন্ধুরা, এখন আমি “ফুলের বিয়ের পোশাক” এবং নাটকের অন্য একটি গান “ভালোবাসার স্বর্গ” আপনাদের শোনাচ্ছি, কেমন? 


২০০৫ সালের ডিসেম্বরে সিন্ডি তাঁর চতুর্থ অ্যালবাম “সিন্ডি তোমার সাথে” প্রকাশ করেন। অ্যালবামটি আবার জি-মিউজিক এবং অন্য একটি তালিকায় চ্যাম্পিয়ন হয়েছিল। অ্যালবাম দিয়ে সিন্ডি সেরা জনপ্রিয় গায়িকা এবং বার্ষিক দশটি সোনালী গানসহ বিভিন্ন পুরস্কার জিতেন। “বাঁকা চোখের দোররা” এবং “আমি ভাল থাকব” অ্যালবামে অন্তর্ভূক্ত দশটি গানের দু’টো। দু’টো গানই খুবই জনপ্রিয় ছিল। 


“বড় ঘুম” সিন্ডির গাওয়া একটি গান। গানটি তাঁর ২০১৮ সালের ডিসেম্বরে প্রকাশিত “সিন্ডি লাভস টু সিং” অ্যালবাম থেকে নেয়া। অ্যালবামের প্রধান গান হিসেবে গানটির লিরিক্সের জন্য তিনি তিন মাস অপেক্ষা করেছেন। যথেষ্ঠ সময় প্রস্তুতি নেয়ার পর সাধারণত তিনি রেকর্ডিং রুমে যান, কিন্তু এই গানের জন্য তিনি শুধু এক ঘন্টার সময় নিয়েছেন। যদিও বেশি প্রস্তুতি নেননি, তবে তিনি শান্ত হৃদয়ে গানটির শৈল্পিক ধারণা অনুভব করে গানটি সম্পন্ন করেছেন। গানটির নাম “বড় ঘুম” বিখ্যাত লেখক রেমন্ড থর্নটন চ্যান্ডলারের বই থেকে নেয়া। 


গান শুনতে শুনতে আমরা আজকের ‘তোমার জন্য গান’ অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে চলে এসেছি। তবে, অনুষ্ঠানের শেষে আমি আপনাদের আরেকটি গান শোনাতে চাচ্ছি। গানের নাম ‘সেই গ্রীষ্মের শান্ত সমুদ্র’। গানটি ২০০৭ সালে সিন্ডি প্রকাশিত “ম্যাজিক সিন্ডি” নামক অ্যালবাম থেকে নেয়া। গানটি তাঁর স্টাইল রুপান্তর করার গান। যাই হোক, বন্ধুরা, এখন গানটি শুনুন। আর আশা করি, আজকের অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে। 


(প্রেমা/আলিম)