যুক্তরাষ্ট্র মানবাধিকার রক্ষার নামে আধিপত্য করছে: সিআরআই সম্পাদকীয়
2022-03-23 21:47:53


মার্চ ২৩:  সম্প্রতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এক বিবৃতিতে মানবাধিকারের অজুহাতে চীনের কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছেন। যুক্তরাষ্ট্র বিশ্বের নানা স্থানে মানবাধিকার লংঘন করলেও তারা  মানবাধিকারের অজুহাতে আধ্যিপত্য বিস্তার  করছে। তাতে কথিত মানবাধিকার রক্ষকের নকল মুখোশ খসে পড়েছে এবং তাদের দ্বৈত নীতির প্রতিফলন হয়েছে। আজ (বুধবার) চীন আন্তর্জাতিক বেতারের এক সম্পাদকীয়তে এ মন্তব্য করা হয়েছে। 


 সম্পাদকীয়তে বলা হয়েছে, বিবৃতিটি প্রদানের আগের দিন অর্থাত্ ২০ মার্চ ছিল ইরাক যুদ্ধের ১৯তম বার্ষিকী।  ইরাকে যুদ্ধে ২ লাখ বেসামরিক মানুষ নিহত হয়েছে। ইরাক, আফগানিস্তান, সিরিয়া থেকে ইউক্রেন পর্যন্ত যুক্তরাষ্ট্রের চালানো যুদ্ধের দুর্ভোগ পোহাচ্ছে সেসব দেশের মানুষ। তাতে প্রমাণিত হয়েছে যে, যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে বড় মানবাধিকার লঙ্ঘনকারী। তারা মার্কিন মূল্যবোধের নামে যুদ্ধ এবং সহিংসতা তৈরি করে। (রুবি/এনাম)