মার্চ ২২: উত্তর-পশ্চিম চীনের সিনচিয়াং ইলি অঞ্চলের হুওছেং জেলায় পশুপালকরা তুষারভরা পাহাড় পার হয়ে ইলি নদীর উপত্যকায় প্রবেশ করে। উপত্যকার মাঝখানে বসন্তের আমেজ বেশি পাওয়া যাচ্ছে।
বসন্তের চারণভূমি বরফ সব গলে গেছে। চারণভূমি বাড়তে শুরু করেছে। দূরের পাহাড়গুলো সব জ্বলজ্বল করছে। কোনো কোনো গবাদিপশু তাদের প্রথম বসন্তের খাবার উপভোগ করতে শুরু করেছে।
বসন্তের চারণভূমিতে পৌঁছানোর পর, পশুপালকরা খুব ব্যস্ত হয়ে ওঠেন। তাদের কার্পেট পরিষ্কার করতে হয়এবং নানসহ বিভিন্ন খাবার তৈরী করতে হয়। বসন্তকাল মা-ভেড়ার বাচ্চা জন্ম দেওয়ার সময়। মা-ভেড়া ও বাচ্চা-ভেড়ার স্বাস্থ্য পশুপালকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরা তাদের সারা বছরের আয়ের উত্স।
স্থানীয় সরকার এসময় বিশেষ চিকিত্সকদের পাঠায়। তারা ভেড়াদের স্বাস্থ্য পরীক্ষা করেন। সাধারণত পশুপালকরা বসন্তকালীন চারণভূমিতে তিন মাস সময় কাটান। সব মা-ভেড়া জন্ম দেওয়ার পর, তারা আবার গ্রীষ্মকালীন চারণভূমিতে ফিরে যান।
(ইয়াং/আলিম/ছাই)