মার্চ ২২: কেউ বলে, তিব্বত পাহাড়ের আদি শহর; কেউ বলে, তিব্বতই একটি পাহাড়। এ রঙিন দেশে সাদা তুষারের পর্বত, নীল জল ও আকাশ, ইয়াকের সবুজ চারণভূমিজুড়ে হাঁটা, উচ্চ ভূমির বালি—সব মিলিয়ে সৃষ্টি হয় অসাধারণ দৃশ্যের। (ইয়াং/আলিম/হাইমান)