মার্চ ২১: ছিংহাই-তিব্বত মালভূমির দক্ষিণ-পূর্ব প্রান্তে অবস্থিত সিছুয়ান প্রদেশের রংতাং জেলায় ধূপকাঠি তৈরীর প্রাচীন পদ্ধতি সম্পূর্ণরূপে ধরে রাখা হয়েছে। ২০১০ সালে স্থানীয় সরকারের সহায়তায়, শালুন তিব্বতি ধূপের উত্তরাধারী মা চিয়াও মা আশেপাশের গ্রামবাসীদের বিনামূল্যে এই দক্ষতা শেখানোর জন্য শালুন তিব্বতি ধূপ প্রশিক্ষণকেন্দ্র প্রতিষ্ঠা করেন। ইতোমধ্যে ২০০ জনেরও বেশি লোককে তিব্বতি ধূপ তৈরীর পদ্ধতি শেখানো হয়েছে। এখন কয়েক ডজন লোক তিব্বতি ধূপ তৈরীর ক্ষেত্রে দক্ষ। প্রাচীন তিব্বতি ধূপের তরুণ অনুশীলনকারীদের তৈরী করা হয়েছে। জানা গেছে, এ তিব্বতি ধূপ অনেক ধরনের ভেষজ দিয়ে তৈরী করা হয়।
(ইয়াং/আলিম/ছাই)