রোববারের আলাপন-বিশ্বকে আরো বেশি আত্নবিশ্বাসী করেছে বেইজিং প্যারালিম্পিক
2022-03-20 19:45:44

আকাশ: সুপ্রিয় শ্রোতা, সবাইকে স্বাগত জানাচ্ছি চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠানে। আপনাদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের সাপ্তাহিক আয়োজন ‘রোববারের আলাপন’। সঙ্গে আছি আপনাদের বন্ধু এনাম ও আকাশ।


বন্ধুরা, গত ১৩ মার্চ সন্ধ্যায় বেইজিং ২০২২ শীতকালীন প্যারালিম্পিক গেমসের সমাপনী অনুষ্ঠান জাতীয় ক্রীড়া স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। সমাপনী অনুষ্ঠানে আন্তর্জাতিক প্যারালিম্পিক কমিটির চেয়ারম্যান অ্যান্ড্রো পারসন্স বলেন, বেইজিং শীতকালীন প্যারালিম্পিক গেমস নিরাপদ, নির্ভরশীল এবং বিস্ময়কর হয়েছে। তা ভবিষ্যতের শীতকালীন প্যারালিম্পিক গেমসের জন্য নতুন এক মডেল সৃষ্টি করেছে। চীন শীতকালীন প্যারালিম্পিক খেলাধুলার একটি শক্তিশালী দেশে পরিণত হয়েছে। তার জন্য তিনি চীনকে অভিনন্দন জানান। তিনি বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসের সাংগঠনিক কমিটি, চীনের প্যারালিম্পিক কমিটি, চীনা সরকার ও জনগণকেও ধন্যবাদ জানান। 


এ সম্পর্কে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়ান বেইজিংয়ে এক নিয়মিত সংবাদ সম্মেলনে বলেন, বিগত নয়দিনে ৪৬টি দেশ ও অঞ্চলের প্রায় ৬০০ জন প্যারালিম্পিক খেলোয়াড় শীতকালীন প্যারালিম্পিক গেমসের মাঠে নিজকে অতিক্রম করেছেন এবং অধ্যবসায় চালিয়েছেন। তাদের চেতনা বিশ্ববাসীকে উত্সাহিত করেছে। তাদের আচরণে সাহস, সংকল্প, অনুপ্রেরণা, ও সমতা’র প্যারালিম্পিকের মূল্যবোধ ফুটে ওঠেছে। গোটা বিশ্বের প্রতিবন্ধীদের চেতনার বহিঃপ্রকাশ হয়েছে। বেইজিং শীতকালীন প্যারালিম্পিক গেমস বিশ্বকে আত্ববিশ্বাস, ভালবাসা ও আশা যুগিয়েছে। 


চাও লি চিয়ান বলেন, আয়োজক দেশ হিসেবে চীন ‘সবুজ, ভাগাভাগি, ও পরিষ্কার’ অলিম্পিক গেমস আয়োজনের ধারণা বাস্তবায়ন করেছে। বিভিন্ন পক্ষের ঘনিষ্ঠ সহযোগিতা ও সমন্বয়ে করোনা মহামারীসহ নানা ঝুঁকি ও চ্যালেঞ্জ কোমাবিলা করে উচ্চ গুণগত মানের গেমসের সাংগঠনিক কাজ, সেবাসহ নানা কাজ সম্পন্ন করেছে। চীন দুটি অলিম্পিক গেমসের সমান বিস্ময়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছে। বিশ্বকে একটি সহজ, নিরাপদ ও বিস্ময়কর প্যারালিম্পিক উপহার দিয়েছে। 


চাও লি চিয়ান আরো বলেন, এ বারের শীতকালীন প্যারালিম্পিক গেমসে চীনা খেলোয়াড়দের গড় বয়স ছিল মাত্র ২৫ বছর। তবে, তারা স্বর্ণপদক ও পদক তালিকায় শীর্ষস্থান অর্জন করেছে। শীতকালীন প্যারালিম্পিক গেমসে অংশগ্রহন করার পর এবার সবচেয়ে বড় রেকর্ড সৃষ্টি করেছে চীন। বেইজিং শীতকালীন প্যারালিম্পিক গেমস চীনের প্রতিবন্ধী শীতকালীন খেলাধুলার উন্নয়নকে তরানিত্ব করেছে। আয়োজক শহরের বাধামুক্ত সুবিধা ও স্থাপনার উন্নয়ন করেছে। যা সমাজের সহনশীলতাকেও এগিয়ে নেবে। ভবিষ্যতে চীন আন্তর্জাতিক সমাজের সাথে একযোগে প্যারালিম্পিক খেলাধুলার উন্নয়নকে বেগবান করবে এবং মানবজাতির অভিন্ন লক্ষ্যের কমিউনিটি প্রতিষ্ঠায় নতুন অবদান রাখবে।