সি-বাইডেন মতৈক্য বাস্তবায়নে আন্তরিকতার প্রমাণ দেবে যুক্তরাষ্ট্র: সিআরআই সম্পাকীয়
2022-03-19 17:04:16


মার্চ ১৯: গতকাল (শুক্রবার) সন্ধ্যায় চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ভিডিও সংযোগের মাধ্যমে এক বৈঠক করেছেন। এতে সি চিন পিং বলেন, “আমাদের উচিত শুধু চীন ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক সঠিক পথে এগিয়ে যাওয়ার জন্য দিকনিদের্শনা দেয়া নয়, বরং সংশ্লিষ্ট আন্তর্জাতিক দায়িত্ব গ্রহণ করে বিশ্ব শান্তির জন্য প্রচেষ্টা চালানো।” তাঁর এই মন্তব্যে আসলে একটি বড় দেশের নেতার রাজনৈতিক মেধা ও দায়িত্ব গ্রহণের মনোভাব প্রকাশিত হয়েছে বলে মন্তব্য করেছে চীন আন্তর্জাতিক বেতারের এক সম্পাদকীয়। 


২০২১ সালের নভেম্বরে চীন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টদ্বয়ের প্রথম অনলাইন সাক্ষাতের পর আবারও তাঁরা অনলাইনে মতবিনিময় করলেন। গুরুত্বপূর্ণ এ সময়ে চীন ও যুক্তরাষ্ট্রের শীর্ষ নেতৃবৃন্দের ভিডিও সংলাপ শান্তিপ্রিয় মানুষদের আশান্বিত করেছে। কারণ দু’দেশের সম্পর্ক ও ইউক্রেন পরিস্থিতিসহ দু’পক্ষের অভিন্ন উদ্বেগের বিষয়ে তাঁরা মত বিনিময় করেছেন। যা দু’দেশ ও বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ। 


সংলাপে প্রেসিডেন্ট বাইডেন আবারও যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি ঘোষণা করেছেন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র চীনের সাথে “নতুন স্নায়ুযুদ্ধ” চালাতে চায় না, চীনের শাসন ব্যবস্থার পরিবর্তন করতে চায় না, জোট জোরদারের মাধ্যমে চীনের বিরোধিতা করতে চায় না, ‘তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদীদের’ সমর্থন দেবে না, এবং চীনের সাথে সংঘর্ষে জড়াতে চায় না। 


সি চিন পিং বলেন, “চীন ও যুক্তরাষ্ট্রের সম্পর্কের বর্তমান পরিস্থিতির কারণ হলো যুক্তরাষ্ট্রের কিছু লোক আমাদের দু’জনের গুরুত্বপূর্ণ মতৈক্য বাস্তবায়ন করেনি, মিস্টার প্রেসিডেন্টের ইতিবাচক মনোভাব বাস্তবায়ন করেনি। চীনের কৌশলগত ইচ্ছাকে যুক্তরাষ্ট্র ভুল বুঝেছে।”


এবারের সাক্ষাতে প্রেসিডেন্ট সি চিন পিং আবারও ‘আন্তর্জাতিক দায়িত্ব’ শব্দের উল্লেখ করেছেন এবং ইউক্রেন সংকট সমাধানে চীনের অবস্থান পরিষ্কার করেছেন। তিনি বলেন, ইউক্রেন সংকট সমাধানে এখন সবচেয়ে জরুরি হচ্ছে অব্যাহতভাবে সংলাপ ও আলোচনা চালানো, বেসামরিক অধিবাসীদের হতাহত ও মানবিক সংকট দূর করা। যত দ্রুত সম্ভব অস্ত্রবিরতি বাস্তবায়ন করা। 


একটি স্থিতিশীল ও উন্নয়নশীল চীন-মার্কিন সম্পর্ক দু’পক্ষের জন্যই  কল্যাণকর। এবারের ভিডিও সংলাপ গঠনমূলক হয়েছে। যুক্তরাষ্ট্র নিজের কথা বাস্তবায়ন করে বাস্তব কর্মকাণ্ডের মাধ্যমে দু’দেশের প্রেসিডেন্টের মতৈক্য ও প্রেসিডেন্ট বাইডেনের রাজনৈতিক প্রতিশ্রুতি বাস্তবায়ন করার চেষ্টা চালাবে বলে আশা প্রকাশ করে সিআরআইয়ের সম্পাদকীয়। 


(আকাশ/এনাম/রুবি)