আপন আলোয় ৬০
2022-03-18 19:55:18

এ পর্বে অন্তরঙ্গ আলাপনে থাকছেন: সাজেদ আকবর

অন্তরঙ্গ আলাপন

৭৫-পরবর্তী সময়ে বঙ্গবন্ধুকে নিয়ে প্রথম গানের ক্যাসেট করা দুঃসাহসিক কাজ ছিল: সাজেদ আকবর

দেশের বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী সাজেদ আকবর। বাংলাদেশ রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থার সভাপতি; লোক নাট্যদল ও সংগীত সংগঠন গীতাঞ্জলির প্রতিষ্ঠাতা সদস্য তিনি।

ছবি: সাজেদ আকবর

 

ভাষা সৈনিক গোলাম আকবর চৌধুরী ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, এমপির সুযোগ্য সন্তান সাজেদ আকবর- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির অন্যতম সদস্য।

বঙ্গবন্ধুর নৃশংস হত্যাকাণ্ডের পর তাঁর ওপর গ্রন্থনাসহ প্রথম গানের ক্যাসেট প্রকাশে ঐতিহাসিক ভূমিকা রয়েছে শিল্পী সাজেদ আকবরের। বঙ্গবন্ধুকে নিয়ে তার কণ্ঠে রয়েছে মৌলিক গান।

১৭ মার্চ মুজিব-জয়ন্তী উপলক্ষ্যে চীন আন্তর্জাতিক বেতারের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে ৭৫-পরবর্তী কঠিন সময়ে বঙ্গবন্ধুকে নিয়ে প্রথম গানের ক্যাসেট করার দুঃসাহসিক উদ্যোগের স্মৃতিচারণ করেছেন সাজেদ আকবর। বঙ্গবন্ধুকে সামনা-সামনি দেখা ও তাঁকে গান শোনাবার অমলিন স্মৃতি আজও সযতনে লালন করেন হৃদয়ে।

নিজের সংগীত-জীবন নিয়েও বলেছেন গুণী এই রবীন্দ্রসংগীত শিল্পী। শুনিয়েছেন বঙ্গবন্ধুকে নিয়ে তার মৌলিক গান ‘মুজিবর আছে বাংলার ঘরে ঘরে’সহ শিল্পীর প্রিয় কয়েকটি রবীন্দ্রসংগীত।

 

 

প্রিয় বন্ধুরা, আপনাদের মূল্যবান পরামর্শ আমাদের সমৃদ্ধ করবে। চীন আন্তর্জাতিক বেতার-সিআরই বাংলা’র ফেসবুক পাতা facebook.com/cmgbangla আপনার মন্তব্য করতে পারেন।

 

সিএমজি বাংলা’র ফেসবুক পাতা facebook.com/cmgbangla এবং ইউটিউব লিঙ্ক youtube.com/cmgbangla তে গিয়েও আমাদের অনুষ্ঠান সম্পর্ক জানাতে পারেন আপনার মূল্যায়ন।

পরবর্তী অনুষ্ঠানে আমরা বাংলাদেশ-চীনের সংস্কৃতিক অঙ্গনের আরো কিছু খবর এবং গুণিজনের অন্তরঙ্গ আলাপন নিয়ে হাজির হবো আপনাদের সামনে। সে পর্যন্ত ভালো থাকুন।

 

সাক্ষাৎকার গ্রহণ, গ্রন্থনা ও উপস্থাপনা: মাহমুদ হাশিম।

অডিও সম্পাদনা: তানজিদ বসুনিয়া।