জসিম হোসাইনের সাক্ষাত্কার
2022-03-18 20:54:58

 

আজকের ‘ঊর্মির বৈঠকখানা’-য় আমার সাথে যোগ দিচ্ছেন জসিম হোসাইন। বর্তমানে তিনি চায়নার অন্যতম প্রধান বাণিজ্যিক শহর গুয়াংজুতে গ্ৰীন মাইলস ইন্টারন্যাশানাল লিমিটেড-এর প্রধান নির্বাহী হিসেবে ইন্টারন্যাশানাল ট্রেডিং, ফ্রেট-ফরওয়ার্ডিং এবং চায়না-বাংলাদেশ ডোর টু ডোর ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছেন।

 

২০০৪ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত ১৮ বছরের অক্লান্ত  পরিশ্রম এবং ব্যবসায়িক বুদ্ধিমত্তায় আজ তিনি চায়নায় বসবাসরত বাংলাদেশি সফল ব্যবসায়ীদের একজন। বাংলাদেশ কমিউনিটি গুয়াংজু শাখার কার্যকরী কমিটির  গুরুত্বপূর্ণ পদে তিনি অধিষ্ঠিত আছেন। চলুন কথা বলি তার সাথে।