ছাইয়েদুল ইসলামের চোখে চীনের দুই অধিবেশন
2022-03-18 20:53:24

সম্প্রতি চীনের জাতীয় গণকংগ্রেস সম্মেলন (এনপিসি) ও গণরাজনৈতিক পরামর্শ সম্মেলন (সিপিপিসিসি)-র ত্রয়োদশ জাতীয় কমিটির পঞ্চম অধিবেশন বেইজিংয়ে অনুষ্ঠিত হয়। এ দুই অধিবেশনে গত বছরের সরকারি কাজের ফলাফল সারসংকলন করা হয় এবং ২০২২ সালের প্রশাসনিক নীতি বিন্যাস করা হয়। আজকের অনুষ্ঠানে আমার সঙ্গে যোগ দিচ্ছেন জনাব মোহাম্মদ ছাইয়েদুল ইসলাম। বর্তমানে তিনি চীনের চিয়াংশি ইউনিভার্সিটি অব ফিন্যান্স অ্যান্ড ইকোনমিক্স বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক অর্থনীতি বিষয়ে পিএইচডি করছেন। পাশাপাশি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বেল্ট অ্যান্ড রোড রিসার্চ সেন্টারে সিনিয়র রিসার্চ ফেলো হিসাবে কাজ করছেন। গবেষণার পাশাপাশি তিনি বিভিন্ন কাজকর্মের সাথেও জড়িত। তিনে চীনে ‘লেই ফাং ইন্টারন্যাশনাল এসোসিয়েশন’ এর প্রতিষ্ঠাতা ও সভাপতি। তাছাড়া, তিনি বাংলাদেশের চ্যানেল ডিবিসি নিউজ, বিডিনিউজ২৪.কম এবং ইংরেজি দৈনিক দ্যা বিজনেস স্ট্যান্ডার্ডের চীন প্রতিনিধি। তিনি চীনের গ্রামাঞ্চলের তাঁর কিছু কথা আছে। চলুন আলাপ করি তাঁর সঙ্গে। (স্বর্ণা/আলিম/ছাই)