“বিপণনে বিনিয়োগের অভাবই প্রকাশনা শিল্পের বড় দুর্বলতা”
2022-03-17 20:27:46

ব্যবসাপাতির ৬৫তম পর্বে যা থাকছে:

# গিনিতে চীনের স্বাস্থ্যসেবা দল: মানবসেবার দৃষ্টান্ত

# বইমেলা: করোনার ক্ষতি কতোটা কাটিয়ে উঠলেন প্রকাশকরা?

 

এ সপ্তাহের সাক্ষাৎকার:

“যারা সৃজনশীল বই প্রকাশ করেন তাদের একটা ধারণা, বই কোন পণ্য না, বই প্রকাশ পবিত্র একটা বিষয়। এখানে একটা লাজুক ভাব কাজ করে যে বই বিপণনের পেছনে টাকা কেন খরচ করবো। ১ লাখ লোকের কাছে বই বিক্রি করতে হলে অন্তত ২০ লাখ মানুষকে তো বিষয়টা জানাতে হবে। এখানে যে ডিমান্ড জেনারেশন বা সচেতন করার যে বাজেট এই জায়গাটাতে না প্রকাশক বিনিয়োগ করে না লেখকরা বিনিয়োগ করছে। অন্য কোন এজেন্সিও বিনিয়োগ করছে না। এটাকেই মনে হয় প্রকাশনা শিল্পে সবচেয়ে বড় ফাঁক।”

                                  

মাহমুদুল হাসান সোহাগ 

চেয়ারম্যান, রকমারি ডট কম