মার্চ ১৭: সময় কী? সময় আমাদের ছেড়ে যাবার সময় কোনো পদচিহ্ন রেখে গেছে কি? সময় কেড়ে নেয় জলের গল্প, পরিবর্তন করে আমাদের। যা স্থির থাকে তা হলো প্রকৃতির প্রতি আমাদের শ্রদ্ধা। এই উষ্ণ বসন্তের মার্চে, চলুন যাই, চার ঋতুর মধ্য দিয়ে, তিব্বতের মধ্য দিয়ে। (ইয়াং/আলিম/ছাই)