‘১৫ নং সড়ক’
2022-03-16 10:27:55

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের খুব জনপ্রিয় কণ্ঠশিল্পী চিয়াং ইয়ু ছেনের সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং তার কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনাবো।

 

চিয়াং ইয়ু ছেন ১৯৮৭ সালের ২৯ এপ্রিল চীনের তাইওয়ান প্রদেশের তাইপেই শহরে জন্মগ্রহণ করেন। তিনি হলেন চীনা ভাষা সঙ্গীত মহলের একজন নারী কণ্ঠশিল্পী ও অভিনেত্রী।

 

২০০৮ সালের ১৪ নভেম্বর চিয়াং ইয়ু ছেনের প্রথম অ্যালবাম ‘মেঘমুক্ত দিনের পুতুল’ প্রকাশিত হয়। ২০১০ সালের সেপ্টেম্বর মাসে তাঁর দ্বিতীয় অ্যালবাম ‘প্রেমের চর্চা’ মুক্তি পায়। ২০১২ সালে চিয়াং ইয়ু ছেন টিভি সিরিজের অভিনয়ে যোগ দিতে শুরু করেন।

 

প্রিয় শ্রোতাবন্ধুরা, এখন শুনুন চিয়াং ইয়ু ছেনের কণ্ঠে ‘১৫ নং সড়ক’। গানের কথায় বলা হয়, সবাই বলে, ১৫নং সড়কে, আকাশ খুব নীল ও মানুষ অনেক সুখী। গাড়ি ধোঁয়াও রোমান্টিক কুয়াশার মত সুন্দর। আমি যত্ন চাই, তোমার কাছে। তুমি শুধু আমার, মুহূর্তে তোমাকে ভালোবেসেছি, কোনো যুক্তি লাগে না। আমরা ঠিক করেছি, একসাথে সামনে যাবো। আমাদের ভালোবাসার নিশ্চয় সফল হবে।

আচ্ছা, শুনুন গানটি।

 

প্রিয় শ্রোতাবন্ধুরা, এবারে শুনুন চিয়াং ইয়ু ছেনের গান ‘একজনকে পছন্দ করার অনুভূতি’। গানের কথাগুলো এমন: কেউ বলে, বুদ্ধিমান মেয়ে প্রেমে পড়ে না। সন্দেহ থাকবে, রাগ হবে, নিজের মধ্যে হারিয়ে যাবে। কেউ বলে, প্রেম, কল্পনার চেয়ে বেশি মিষ্টি নয়। তবে আমি প্রেম ছাড়তে পারি না। আমার পুরো দুনিয়ায় শুধু তুমি। আশা করি, তোমার সঙ্গে প্রত্যেক সেকেন্ডেই দু’টি সৎ হৃদয়।

আচ্ছা, শুনুন এই মধুর গান।

 

প্রিয় বন্ধুরা, এখন যে গান আপনাদের শোনাতে যাচ্ছি, এর নাম ‘আমার থিম সং’। গানের কথায় বলা হয়, মা বলে, পিয়ানো বাজানোর সুরে অনুভূতি থাকে। তবে আমি শুধু কার্টুন সং বাজাতে পারি। কারণ আমি গাইতেও চাই, বাজাতেও চাই। সব দুঃস্বপ্ন ছেড়ে দাও। সবাই, আমার সঙ্গে, আমার গানের সঙ্গে নাচো। আকাশের বৃষ্টি থেমেছে, আমরা গান গাইতে থাকি। সূর্য হাসছে, এই রোম্যান্টিক মুহূর্ত কি আমার হতে পারে?

আচ্ছা, শুনুন এই সুন্দর গান।

 

প্রিয় শ্রোতা বন্ধুরা, এখন শুনুন চিয়াং ইয়ু ছেনের গান ‘পরের গ্রীষ্মকাল’। গানের কথাগুলো এমন: হ্যালো, প্রিয় তুমি, ভালো আছো? ভুলে যাবে না প্লিজ। আমাদের ফুলের সুগন্ধের প্রতিশ্রুতি। মনে আছে, ভালোবাসার জন্য ফোটার দৃঢ়তা। পরের গ্রীষ্মকালে দেখা করবো। আমি এই সুন্দর পৃথিবীতে সুন্দর ফুল দেখি।

আচ্ছা, শুনুন গানটি।

 

প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী চিয়াং ইয়ু ছেনের সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে।

(শুয়েই/তৌহিদ/সুবর্ণা)