অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক প্রবণতা ধরে রেখেছে চীন
2022-03-16 10:18:58

মার্চ ১৬: চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরো গতকাল (মঙ্গলবার) জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে দেশের অর্থনীতি উন্নয়নের সূচক প্রকাশ করেছে। এতে জানা গেছে, চলতি বছরের প্রথম দুই মাসে চীনের অর্থনীতির পুনরুদ্ধার অনুমানের চেয়ে ভালো ছিল।

এদিন রাষ্ট্রীয় তথ্য কার্যালয়ের সাংবাদিক সম্মেলনে দেশের পরিসংখ্যান ব্যুরোর মুখপাত্র ও অর্থনীতি বহুমুখী পরিসংখ্যান বিভাগের প্রধান ফু লিং হুই বলেন, সূচক থেকে চীনের অর্থনীতির পুনরুদ্ধারের ইতিবাচক প্রবণতা বোঝা যায় ।

পরিসংখ্যান অনুযায়ী, বছরের প্রথম দুই মাসে দেশের বেশ কিছু অর্থনীতির সূচক উল্লেখযোগ্য প্রবৃদ্ধি লাভ করেছে। শিল্পের উত্পাদন দ্রুততর হচ্ছে, শিল্পজাত মূল্য সংযোজনের বৃদ্ধি ৭.৫ শতাংশ হয়েছে। স্থাবর সম্পত্তির পুঁজি বিনিয়োগ আগের বছরের একই সময়ের তুলনায় ১২.২ শতাংশ বেশি হয়েছে। ভোগ্যপণ্যের খুচরা বিক্রির পরিমাণ আগের বছরের একই সময়ের তুলনায় ৬.৭ শতাংশ বেড়েছে। বাজারের বিক্রি স্থায়ীভাবে উন্নয়ন হচ্ছে। এ ছাড়া, বছরের প্রথম দুই মাসে সিপিআই ০.৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে, এবং তখন বেকারত্বের হার ছিল ৫.৪ শতাংশ, যা অনুমানের চেয়ে কম। অর্থনীতির উন্নয়ন যুক্তিযুক্ত পর্যায়ে আছে। ফেব্রুয়ারি মাস শেষে দেশের বৈদেশিক মুদ্রার মজুত ছিল ৩.২ ট্রিলিয়ন মার্কিন ডলার; যা আন্তর্জাতিক লেনদেনে ভারসাম্য তৈরি করেছে।

ফু লিং হুই বলেন,

চলতি বছর স্থিতিশীল বৃদ্ধি নীতি কার্যকর করা এবং সুদৃঢ় অর্থনীতিতে সমর্থন বাড়ানোর পাশাপাশি অর্থনীতি স্থিতিশীলভাবে উন্নত হচ্ছে। শিল্পের উত্পাদন এবং পুঁজি বিনিয়োগ ও ভোগের বৃদ্ধি দ্রুততর হচ্ছে। আমদানি-রপ্তানির বৃদ্ধি সুষ্ঠু, কর্মসংস্থান এবং পণ্যের দাম স্থিতিশীল অবস্থায় আছে। জনগণের জীবিকার নিশ্চয়তা স্থিতিশীল এবং কার্যকর রয়েছে। উচ্চ মানের উন্নয়ন স্থিতিশীলভাবে চলছে, এবং সক্রিয় পরিবর্তন বেশি দেখা যাচ্ছে।

২০২২ সালে চীনের অর্থনীতির সূচনার ওপর বিদেশি তথ্য মাধ্যমও নজর রাখছে। যুক্তরাষ্ট্রের সিএনবিসির ওয়েবসাইটে বলা হয়, চলতি বছরের প্রথম দুই মাসে চীনের ভোগ, পুঁজি বিনিয়োগ এবং শিল্পের উত্পাদনসহ বেশ কিছু অর্থনৈতিক সূচকের উন্নয়ন বাজারের অনুমানের চেয়ে ভালো ছিল। যেমন: ভোগ্যপণ্যের খুচরা বিক্রির পরিমাণ আগের বছরের একই সময়ের তুলনায় ৬.৭ শতাংশ বেশি হয়েছে, যা বাজারের অনুমান ৩ শতাংশের চেয়ে অনেক বেশি। স্থাবর সম্পদের পুঁজি বিনিয়োগের বৃদ্ধি ছিল ১২.২ শতাংশ, তা আগের ৫ শতাংশের অনুমানের চেয়েও অনেক বেশি।

ব্লুমবার্গ-এর খবরেও চীনের অর্থনৈতিক উন্নয়নের প্রবণতা ওঠে এসেছে। খবরে বলা হয়, বাইরের পরিবেশের অস্থিতিশীলতা ও মহামারি নেতিবাচক প্রভাব সত্ত্বেও ২০২২ সালের প্রথম দুই মাসের অর্থনীতির পরিসংখ্যান প্রমাণ করেছে যে, চীনের অর্থনীতির স্থিতিশীল ও দৃঢ় ভিত্তি আছে।

ফু লিং হুই বলেন, প্রথম দুই মাসের প্রধান সূচক থেকে জানা যায়, প্রধান উত্পাদন চাহিদার সূচকের উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা যায়, এবং অর্থনীতির উন্নয়নের সক্রিয় ও সুষ্ঠু প্রবণতা বাড়ছে। তবে মহামারিসহ নানা বাহ্যিক চ্যালেঞ্জ চীনের অর্থনীতির পুনরুদ্ধার এখনো ভারমাস্যহীন করে রেখেছে। তিনি বলেন, পরবর্তীতে সার্বিকভাবে দেশের অর্থনীতি কর্মসভা এবং ‘সরকারি কার্যবিবরণী’ অনুযায়ী, স্থিতিশীল উন্নয়নের নীতি মেনে চলবে, সার্বিকভাবে উন্নয়নের নতুন চিন্তাধারা বাস্তবায়ন করবে, উন্নয়নের নতুন কাঠামোর গঠনকে দ্রুততর করবে, সার্বিকভাবে সংস্কার, উন্মুক্তকরণ ও উদ্ভাবন সম্প্রসারণ করবে, উচ্চ মানের উন্নয়নকে ত্বরান্বিত করবে, এবং অর্থনীতির স্থিতিশীল উন্নয়ন নিশ্চিত করবে।

তিনি বলেন, প্রথম প্রান্তিকে অর্থনীতির স্থিতিশীল উন্নয়নের প্রবণতা বজায় রাখা যাবে। চ্যালেঞ্জ সত্ত্বেও বিভিন্ন অঞ্চলের বিভিন্ন বিভাগ সিপিসির কেন্দ্রীয় কমিটি এবং রাষ্ট্রীয় পরিষদের বিন্যাস অনুযায়ী অর্থনীতির স্থিতিশীল উন্নয়ন নিশ্চিত করার চেষ্টা করেছে। পুঁজি বিনিয়োগ, ভোগ এবং শিল্পের বৃদ্ধিতে স্পষ্টভাবে ইতিবাচক পরিবর্তন দেখা যাচ্ছে। প্রথম প্রান্তিকে অর্থনীতির সুষ্ঠু উন্নয়ন বজায় রাখার ভিত্তি আছে।

(শুয়েই/এনাম/জিনিয়া)