যুক্তরাষ্ট্রের উচিত প্রতিশ্রুতি পূরণ করা: সিএমজি সম্পাদকীয়
2022-03-15 19:38:29

মার্চ ১৫: গতকাল (সোমবার) চীন-মার্কিন উচ্চ পর্যায়ের বৈঠক ইতালির রাজধানী রোমে অনুষ্ঠিত হয়। দু’পক্ষ দ্বিপাক্ষিক সম্পর্ক এবং বিভিন্ন আন্তর্জাতিক বিষয় নিয়ে গভীরভাবে মত বিনিময় করে। দু’পক্ষ একমত হয়েছে যে, দু’দেশের নেতাদের মতৈক্য বাস্তবায়ন করা হবে এবং দ্বিপাক্ষিক সম্পর্ক সঠিক পথে ফিরিয়ে আনার জন্য প্রচেষ্টা চালানো হবে।

গত চার মাস ধরেই চীন দু’দেশের সম্পর্ক উন্নয়নের চেষ্টা করে যাচ্ছে। কিন্তু যুক্তরাষ্ট্র নিজের প্রতিশ্রুতি পূরণ করছে না; ফলে সম্পর্কও স্বাভাবিক হচ্ছে না।

এবারের বৈঠকে তাইওয়ান, সিনচিয়াং, তিব্বত ও হংকং ইস্যুতে নিজের অবস্থান আবারও স্পষ্ট করেছে চীন। বলে দেওয়া হয়েছে যে, এসব ইস্যু তুলে চীনকে দাবিয়ে রাখার অপপ্রচেষ্টা ব্যর্থ হবে।

বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্কগুলোর একটা হচ্ছে চীন-মার্কিন সম্পর্ক। দু’দেশের সম্পর্ক বিশ্ব শান্তি ও স্থিতিশীলতা রক্ষার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। দু’দেশের এক্ষেত্রে দায়িত্বও আছে। বর্তমানে রাশিয়া-ইউক্রেন সংঘর্ষ চলছে। চীন মনে করে, আন্তর্জাতিক সমাজের উচিত দু’দেশের মধ্যে শান্তিপূর্ণ আলোচনাকে সমর্থন দেওয়া। আর ইউক্রেন সংকটের সূচনাকারী হিসেবে যুক্তরাষ্ট্রের উচিত অন্যদের কথা শোনা এবং বাস্তব ব্যবস্থা গ্রহণ করা।

রোম বৈঠকের পর যুক্তরাষ্ট্রের উচিত প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতিশ্রুতি পূরণ করা এবং বাস্তব ব্যবস্থা গ্রহণের মাধ্যমে চীনা জনগণ ও আন্তর্জাতিক সমাজের আস্থা অর্জনের জন্য প্রচেষ্টা চালানো। (ইয়াং/আলিম/হাইমান)