সিনচিয়াংয়ের খাবার ও জীবন
2022-03-15 17:28:01

মার্চ ১৫: সিনচিয়াংয়ে মানুষের জীবন খুব সহজ-সরল। তারা তাদের উজ্জ্বল ও প্রশস্ত নতুন বাড়িতে সকালের নাস্তা করাসহ জীবনের প্রতিটি মুহূর্ত উপভোগ করেন। বেইজিংয়ের মানুষের মতো তাড়াহুড়ো করে তাদের নাস্তা করতে হয় না। তারা খুব ধীরেসুস্থে নাস্তা করে। নাস্তায় অবশ্যই চা থাকবে। তারা খুবই অতিথিপরায়ণ। অতিথিদের জন্য তাদের আয়োজন প্রায় সময়ই সকালের নাস্তা থেকে লাঞ্চ পর্যন্ত বিলম্বিত হয়। তারা সবাই মিলে আড্ডা দেন, গান ও নাচ করেন। (ইয়াং/আলিম/হাইমান)