এ বছর চীন যেভাবে তার বৈদেশিক বাণিজ্য স্থিতিশীল রাখবে
2022-03-14 12:04:48

চাহিদা সংকোচন, সরবরাহ ঝুঁকি এবং অভিষ্ট দুর্বল লক্ষ্য-এ তিনটি চাপের সামনে “আমদানি-রপ্তানির স্থিতিশীলতা বজায় রাখার সঙ্গে সঙ্গে গুণগতমান উন্নত করা” এবং “বেশ কিছু ব্যবস্থার মাধ্যমে বৈদেশিক বাণিজ্যকে স্থিতিশীল করার” উল্লেখ করা হয় সদ্য সমাপ্ত চীনের দুই অধিবেশনে উত্থাপিত সরকারি কার্যবিবরণীতে। বৈদেশিক বাণিজ্যকে স্থিতিশীল করার উপায়, এসব ভালো করে কার্যকর করা, এবং প্রতিষ্ঠানগুলো কীভাবে সুযোগ কাজে লাগিয়ে নতুন পরিস্থিতি সম্প্রসারণ করবে-এসব বিষয়ে বেশ কয়েকজন প্রতিনিধি ও বিশেষজ্ঞ তাঁদের প্রস্তাব ও মতামত দিয়েছেন।

 

তিন ধরনের চাপের সামনে বৈদেশিক বাণিজ্যকে স্থিতিশীল করা প্রবৃদ্ধি স্থিতিশীল করার গুরুত্বপূর্ণ সমর্থনে পরিণত হয়। “আমদানি-রপ্তানির স্থিতিশীলতা বজায় রাখার সঙ্গে সঙ্গে গুণগতমান উন্নত করা”—চলতি বছরের সরকারি কার্যবিবরণিতে অভিষ্ট লক্ষ্যটি উল্লেখ করে বেশ কিছু বৈদেশিক বাণিজ্যকে স্থিতিশীল করার বন্টন করা হয়।

 

এর মধ্যে মাঝারি, ছোট ও ক্ষুদ্র বৈদেশিক বাণিজ্য প্রতিষ্ঠানগুলোর ওপর লক্ষ্য করা হয়: এসব প্রতিষ্ঠানে ইসিআই’র (রপ্তানি ক্রেডিট বীমা) কাভারেজ সম্প্রসারণ করা, রপ্তানি ক্রেডিট সমর্থন জোরদার করা, বৈদেশিক মুদ্রা পরিষেবা সুযোগ সুবিধা দেয়া, রপ্তানি কর রেয়াত অগ্রগতি দ্রুততর করা এবং বৈদেশিক বাণিজ্য প্রতিষ্ঠানগুলোকে অর্ডার ও উত্পাদন স্থিতিশীল করতে সহায়তা দেয়া।

 

“বৈদেশিক বাণিজ্য প্রতিষ্ঠানকে সমর্থন করায় সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মাঝারি, ছোট ও ক্ষুদ্র বৈদেশিক বাণিজ্য প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানকে স্থিতিশীল করা বৈদেশিক রপ্তানির বৃদ্ধি এবং অর্থনীতিকে স্থিতিশীলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।” জেচিয়াং প্রদেশের অর্থ বিভাগের প্রধান, প্রতিনিধি ইন শুয়েইছুন এ কথা বলেন।

 

কমিটির সদস্য, শাংহাই শুল্ক বিভাগের প্রধান কাও রোংখুন বলেন, বহিরাগত পরিবেশের জটিলতা বিবেচনা করে, গত বছরের ২১ শতাংশেরও বেশি প্রবৃদ্ধির উঁচু সংখ্যায় চলতি বছর বৈদেশিক বাণিজ্য অব্যাহতভাবে উচ্চ বৃদ্ধি বজায় রাখা সহজ নয়। সরকারি কার্যবিবরণীতে বৈদেশিক বাণিজ্যের স্থিতিশীলতা বজায় রাখা ও মান উন্নয়ন সম্পর্কিত বন্টন, বৈদেশিক বাণিজ্য স্থিতিশীল ও প্রবৃদ্ধি স্থিতিশীল করায় শক্তিশালী সমর্থন দেবে।

 

চায়না সেন্টার ফর ইন্টারন্যাশনাল ইকোনমিক এক্সচেঞ্জের (সিসিআইইই) অর্থনীতি গবেষণা বিভাগের উপ-প্রধান লিউ সিয়াংতোংয়ের মতে, মাঝারি, ছোট ও ক্ষুদ্র বৈদেশিক বাণিজ্য প্রতিষ্ঠানগুলোকে রপ্তানি ক্রেটিড বীমা সম্প্রসারণের সমর্থন মাত্রা সম্প্রসারণ করা হচ্ছে ক্রস পিরিয়ড রেগুলেশন ও অধিকতরভাবে বৈদেশিক বাণিজ্যকে স্থিতিশীল করার গুরুত্বপূর্ণ ব্যবস্থা। তিনি বলেন, “বিশেষ করে রপ্তানি ক্রেটিড বীমা সংস্থার নীতি অর্থায়নের ‘সাদা তালিকা’ ব্যবস্থার ভূমিকা পালন করে, মাঝারি, ছোট ও ক্ষুদ্র বৈদেশিক বাণিজ্য প্রতিষ্ঠানের কাভারেজ ও বীমা গ্রহণযোগ্যতার মাত্রা সম্প্রসারণ করতে হবে।”

 

ইন শুয়েইছুন প্রস্তাব করে বলেন, বাজারের প্রধান বিশেষ করে মাঝারি, ছোট ও ক্ষুদ্র বৈদেশিক বাণিজ্য প্রতিষ্ঠানের সম্মুখীন সমস্যার জন্য নতুন সম্মিলিত কর ও ফি সমর্থন নীতি কার্যকর করে, একই সাথে কর হ্রাস ও ফেরত দিতে হবে। সরকারি কার্যবিবরণীতে কর হ্রাস ও ফি কমানো, গবেষণা ও উন্নয়ন সংক্রান্ত ফী বাড়ানো, অতিরিক্ত ছাড় নীতির বাস্তবায়ন এবং ধরে রাখা ট্যাক্স ক্রেডিটগুলির জন্য ব্যাপক কর ছাড় ইত্যাদি আসল অর্থে বাজারের প্রধানদের মনোযোগ দিয়ে হালকাভাবে এগিয়ে যাওয়ার জন্য বিনিময় করবে।

 

কাও রোংখুন মনে করেন, গতি এবং স্থিতিশীলতা বজায় রাখা গুরুত্বপূর্ণ হলেও সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো গুণগতমান উন্নত করা। বৈদেশিক বাণিজ্যের ভিত্তি হচ্ছে শিল্প। বৈদেশিক বাণিজ্যের প্রতিদ্বন্দ্বিতা-ক্ষমতা ও মাত্রা শিল্পের প্রতিদ্বন্দ্বিতা-ক্ষমতার ওপর নির্ভর করে।

 

“রপ্তানির প্রতিদ্বন্দ্বিতা-ক্ষমতা আরো বেশি করে উত্পাদন ও নির্মাণ ক্ষমতার ওপর নির্ভর করে। বরং রপ্তানির সর্বশেষ লিঙ্ক নয়।” ওরিয়েন্টাল ইন্টারন্যাশনাল এন্টারপ্রাইজ লিমিটেডের (ওআইই) সহকারী সাধারন পরিচালক ও প্রতিনিধি ওয়াং ওয়েই জোর দিয়ে বলেন, বৈদেশিক বাণিজ্যিক উন্নয়ন সমর্থন করতে প্রতিষ্ঠানের ভিত্তি মজবুত করা খুব গুরুত্বপূর্ণ।

 

জানা গেছে, বর্তমানে কোন কোন পলিসি ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংক এক সঙ্গে বৈদেশিক বাণিজ্যিক প্রতিষ্ঠানের আর্থিক সংস্থান সমর্থন বাড়াচ্ছে। নির্মাণ প্রতিষ্ঠানের গবেষণা, উন্নয়ন ও উদ্ভাবন, প্রযুক্তিগত রূপান্তর ও সাজ-সরঞ্জাম উন্নততর ক্রেডিট সমর্থন বাড়ানোর সঙ্গে সঙ্গে বৈদেশিক বাণিজ্যিক প্রতিষ্ঠানের পুরো শিল্প চেইনে ক্রেডিট সমর্থন দেয়। যাতে পুরো বৈদেশিক বাণিজ্য শিল্প চেইনের স্থিতিশীলতা নিশ্চিত করা যায়।

 

 

সরকারি কার্যবিবরণীতে আরো বলা হয়, পুরোপুরিভাবে আন্তঃসীমান্ত ই-বাণিজ্যের ভূমিকা পালন করে, কিছু সংখ্যক বিদেশী গুদাম নির্মাণে সমর্থন দেয়া। জেচিয়াং প্রদেশের নিং বো শহরের অর্থনীতি ও তথ্যায়ন ব্যুরোর প্রধান জাং শিফেং প্রস্তাব দেন, নিরন্তরভাবে আন্তঃসীমান্ত ই-বাণিজ্য নীতির কার্যকর,  গভীরতর করা, প্রধানের লালন-পালন ও প্রাকৃতিক নির্মাণ গভীরতর করে, আন্তঃসীমান্ত ই-বাণিজ্য শিল্পের সৃজনশীল উন্নয়ন গ্রুপ তৈরি করে, বিদেশী গুদাম ও প্রধান গুদামসহ বিভিন্ন আন্তঃসীমান্ত ই-বাণিজ্যের অবকাঠামো নির্মাণ ত্বরান্বিত করে এবং ইতিবাচকভাবে বৈদেশিক বাণিজ্যের বিভাজন পরিষেবা প্ল্যাটফর্ম উন্নয়ন করে।

 

বৈদেশিক বাণিজ্যকে স্থিতিশীল করতে “বন্ধু চক্র” সম্প্রসারণ করাও খুব গুরুত্বপূর্ণ। চলতি বছরের ১ জানুয়ারিতে কার্যকর আইসিইপি বিশাল বাণিজ্যিক সৃষ্টি এবং বিনিয়োগ বৃদ্ধির প্রভাব ডেকে আনবে বলে আশা করা হচ্ছে। এটা বৈদেশিক বাণিজ্যকে স্থিতিশীল করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

 

বিশ্বের বৃহত্তম অবাধ বাণিজ্য অঞ্চল সম্পর্কে সরকারি কার্যবিবরণীতে বলা হয়, প্রতিষ্ঠানগুলো অগ্রাধিকার শুল্ক ও উত্পত্তি সঞ্চয়সহ বিভিন্ন নিয়ম কাজে লাগিয়ে বাণিজ্যিক ও বিনিয়োগ সহযোগিতা সম্প্রসারণে সমর্থন দেয়া হবে।

 

নিং বো চিয়াং ফেং ইলেকট্রনিক উপাদান লিমিটেড কোম্পানির লজিস্টিক বিভাগের প্রধান জু শিয়াওতোং বলেন, কোম্পানির উত্পাদনে দরকার অতি উচ্চ বিশুদ্ধ ধাতু উপাদান, যা প্রধানত জাপান ও দক্ষিণ কোরিয়া থেকে আমদানি হয়। আরসিইপি কার্যকর হবার পর কোম্পানির আংশিক আমদানি কাঁচামালের শুল্ক শূণ্য হয়েছে। উত্পত্তির ক্রমবর্ধমান নিয়মের কারণে আরসিইপি অঞ্চলে কোম্পানির শিল্প চেইন বন্টন সুবিন্যস্ত হয়েছে।

 

প্রতিষ্ঠানগুলো আরো ভালভাবে আরসিইপি ডেকে আনা সুযোগ কাজে লাগিয়ে সরকার অধিকতরভাবে আরসিইপিসহ বিভিন্ন অবাধ বাণিজ্য চুক্তি কার্যকর গণপরিষেবা প্ল্যাটফর্ম এবং পেশাগত প্রযুক্তি দল পূর্ণাঙ্গ করে, প্রতিষ্ঠানগুলো আরসিইপি কাজে লাগানোর জন্য এক গুচ্ছ সমাধান পরিকল্পনা সরবরাহ করার পাশাপাশি প্রতিষ্ঠান সংকট প্রতিরোধ, বাণিজ্য প্রতিকার ও নিরাপত্তা সংরক্ষণসহ বিভিন্ন ক্ষেত্রের সামর্থ্য জোরদারে নেতৃত্ব দিতে হয়। একই সময় উত্পত্তি সঞ্চয় নিয়ম রপ্ত করা বিশেষজ্ঞ লালন-পালন করে উচ্চমান করে আরসিইপি কার্যকর করাকে প্রতিষ্ঠানের আন্তর্জাতিক ব্যবস্থাপনা কৌশলে অন্তর্ভুক্ত করতে হবে।

 

(প্রেমা/এনাম)