সিনচিয়াংয়ের বরফ ও তুষার ক্রীড়ার উন্নয়ন পারিকল্পনা
2022-03-14 11:19:17

মার্চ ১৪: সিনচিয়াংয়ে তুষার ও বরফ ক্রীড়ার উন্নয়নের প্রাকৃতিক সুবিধা বিদ্যমান। সিনচিয়াং তার বৈশিষ্ট্যময় জাতীয় রীতিনীতিকে স্কিইং খেলার সঙ্গে সংযুক্ত করে আরো বেশি দেশি-বিদেশি স্কিইং-প্রেমীদের আকর্ষণ করছে।

 

২০২২ সাল হচ্ছে চীনের সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের তুষার ও বরফ ক্রীড়ার জন্য অসাধারণ এক বছর। গত ৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় ২৪তম শীতকালীন অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠান বেইজিংয়ের বার্ড নেস্ট অর্থাত্ জাতীয় স্টেডিয়ামে উদ্বোধন হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রচারিত ভিডিও-এর প্রথম চিত্রটি ছিল ‘মানবজাতির স্কিইং-এর উত্সস্থল’ সিনচিয়াং-এর আলতাই।

 

বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসের সাহায্যে সাম্প্রতিক বছরগুলোতে সিনচিয়াং অব্যাহতভাবে তার তুষার ও বরফ পর্যটনের উন্নয়ন করছে। ফলে তুষার ও বরফ অনুভূতি, তুষার ও বরফ প্রশিক্ষণ, এবং তুষার ও বরফ রীতিনীতি বিভিন্ন শিল্পে সম্প্রসারিত হয়েছে। এতে তুষার ও বরফের মত ‘ঠান্ডা সম্পদ’ উচ্চ  মানের উন্নয়নের ‘গরম অর্থনীতিতে’ পরিণত হয়েছে।

 

বেইজিং শীতকালীন অলিম্পিক গেমস উদ্বোধনের সপ্তাহ অর্থাত্ ৩১ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সময়ে সিনচিয়াংয়ে ৩৬ লাখের বেশি পর্যটক আগমন করেছে। এর মধ্যে উত্তরাঞ্চলের আলতাই এলাকা ৬ লাখেরও বেশি পর্যটককে স্বাগত জানিয়েছে। ফলে পর্যটন খাতে আয় হয়েছে ৩৭ কোটি ইউয়ান, যা আগের বছরের তুলনায় ১০ শতাংশ বেশি।

 

সিনচিয়াংয়ে তুষার ও বরফ খেলার উন্নয়নের নানান সুবিধা রয়েছে। সেখানে বছরের অনেক সময় ধরে তুষার থাকে। অনেক বেশি জায়গাজুড়ে তুষার পড়ে। সেখানকার তুষারের গুণগতমানও ভালো, আবহাওয়া বেশ উপযোগী, এবং তুষার ও বরফের দৃশ্যও অনেক  সুন্দর। আসলে সিনচিয়াংয়ের তুষার ও বরফ খেলার ইতিহাস সুদীর্ঘকালের। বহু বছর ধরে জাতীয় গণকংগ্রেস এবং গণরাজনৈতিক পরামর্শ সম্মেলনে সিনচিয়াংয়ের প্রতিনিধি ও সদস্যরা অঞ্চলটির তুষার ও বরফ খেলা উন্নয়নের জন্য প্রস্তাব দিয়ে আসছেন।

 

চীনের উত্তর-পশ্চিমাঞ্চলের সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলে ইতোমধ্যে ৭২টি স্কি মাঠ নির্মিত হয়েছে। পুরো অঞ্চলের ১২টি শহরে বিভিন্ন ধরনের তুষার ও বরফ পর্যটন উত্সব আয়োজিত হয়েছে। তাতে তুষার ও বরফ অর্থনীতির উন্নয়ন ত্বরান্বিত হচ্ছে।

বেইজিং শীতকালীন অলিম্পিক গেমস সমাপ্ত হয়েছে, তবে চীনের স্কিইং আরো পরিপক্ক হচ্ছে। স্কিইং করা মানুষের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। চীনের বার্ষিক রাজনৈতিক সম্মেলন ‘দুই অধিবেশনে’ গণরাজনৈতিক পরামর্শ সম্মেলনের বেশ কয়েকজন সদস্য শীতকালীন অলিম্পক গেমসের পর সিনচিয়াংয়ের তুষার ও বরফ খেলার উন্নয়ন-সম্পর্কিত প্রস্তাব উত্থাপন করেছেন।

 

চীনের গণরাজনৈতিক পরামর্শ সম্মেলনের সদস্য ও সিনচিয়াং নর্মাল ইউনিভার্সিটির উপপ্রধান গুলিপারী আব্দুল্লাহ বলেন,

সিনচিয়াংয়ে তুষার ও বরফ খেলার উন্নয়নের প্রাকৃতিক সুবিধা বিদ্যমান। তিনি প্রস্তাব দেন যে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তুষার ও বরফ খেলার জনপ্রিয়তা বাড়ানোকে আরো গুরুতারোপ করতে হবে। সংশ্লিষ্ট ক্লাস স্থাপন করে তুষার ও বরফ খেলার জ্ঞান এবং পেশাদার ও উচ্চ গুণগতমানের খেলোয়াড় তৈরি করতে হবে।

 

চীনের গণরাজনৈতিক পরামর্শ সম্মেলনের সদস্য তেং হুং মনে করেন,

বর্তমানে সিনচিয়াংয়ের উচিত সুযোগকে কাজে লাগিয়ে তুষার ও বরফ পর্যটন এবং সংশ্লিষ্ট শিল্পের উন্নয়নে অবকাঠামো নির্মাণ জোরদার করা। স্কিইং বিশেষজ্ঞদের প্রশিক্ষণ জোরদার করা এবং সিনচিয়াংয়ের বৈশিষ্ট্যময় রীতিনীতি তুষার ও বরফ খেলার সঙ্গে সংযুক্ত করা, যাতে দেশ-বিদেশের আরো বেশি পর্যটককে আকর্ষণ করা যায়।

 

চীনের গণরাজনৈতিক পরামর্শ সম্মেলনের সদস্য ও সিনচিয়াং কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ চিয়াং পিং বলেন, সংযুক্ত উন্নয়নের চিন্তাধারায় সিনচিয়াং পুঁজি আকর্ষণ করতে পারবে, বিশেষ করে ‘এক অঞ্চল, এক পথ’ সংশ্লিষ্ট দেশের পুঁজি বিনিয়োগ আকর্ষণ করতে পারবে।

তিনি বলেন,

সিনচিয়াংয়ের তুষার ও বরফ খেলার উন্নয়নের ভালো সুযোগ এসেছে। ভালোভাবে শীতকালীন অলিম্পিক গেমসের সুযোগ কাজে লাগিয়ে  সক্রিয়ভাবে তুষার ও বরফ শিল্প উন্নয়নের নতুন পথ উন্মোচন করতে হবে।

 

জানা গেছে, সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চল ইতোমধ্যে ‘সিনচিয়াংয়ের তুষার ও বরফ পর্যটন উন্নয়ন পরিকল্পনা’, এবং ‘সিনচিয়াংয়ের ক্রীড়া পর্যটন উন্নয়ন পরিকল্পনা’সহ নানা ব্যবস্থা নিয়েছে। ফলে ২০২৫ সালে সিনচিয়াং দেশের তুষার ও বরফ খেলা এবং পর্যটনের বিখ্যাত গন্তব্যে পরিণত হবে।

(শুয়েই/এনাম/জিনিয়া)