মার্চ ১৪: তিব্বতের লেউউকি জেলার গড় উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৪৫০০ মিটার এবং স্থানীয়দের অনেকেই পশুপালন করে থাকেন। এখানকার চারণভূমি চমত্কার এবং ইয়াকের মাংস উচ্চ মানের।
সাম্প্রতিক বছরগুলোতে স্থানীয় এলাকা বৈজ্ঞানিক প্রজনন, পরিমার্জিত প্রক্রিয়াকরণ এবং শিল্পায়িত ব্যবস্থাপনা বাস্তবায়নের জন্য ‘কম্পানি+ভিত্তি+সমবায়+কৃষক ও পশুপালক’ মডেল অনুসরণ করে এবং এতে ইয়াক পালনশিল্পের উন্নয়ন ঘটে। এখন এ শিল্পে লাভ বেড়েছে এবং লোকজন ক্রমবর্ধমান হারে এ পেশায় ঢুকছে। অনেকেই ইতোমধ্যে এই শিল্পের মাধ্যমে ধনী হয়েছেন। (ইয়াং/আলিম/ছাই)