চীনের সরকারি কার্যবিবরণীর উল্লেখযোগ্য দিক
2022-03-14 10:55:27

গত শনিবার সকালে চীনের গণ-রাজনৈতিক পরামর্শ সম্মেলন বা সিপিপিসিসি’র পঞ্চম অধিবেশন উদ্বোধন হয় এবং বৃহস্পতিবার তা শেষ হয়। চীনের কমিউনিষ্ট পার্টি-সিপিসি’র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, দেশের প্রেসিডেন্ট ও কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান সি চিন পিংসহ সিপিসি ও দেশের নেতৃবৃন্দ তাতে উপস্থিত ছিলেন।

চীনের প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং সরকারি বিবরণী পেশ করেন। তিনি বিগত বছরের সরকারি কাজকর্মের সারাংশ উল্লেখ করেন এবং ২০২২ সালের প্রধান কাজের নির্ধারণ লক্ষ্যের ঘোষণা করেন। এতে সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে- এ বছর স্থিতিশীল বৃদ্ধিকে আরও গুরুত্ব দেওয়া হবে। এরকম আরও গুরুত্বপূর্ণ দিকগুলো থাকছে আজকের পর্যালোচনায়।

মাইলফলক বছর

সরকারি কার্যবিবরণীতে প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং জানান, গত বছর চীনের কমিউনিস্ট পার্টি ও দেশের জন্য একটি মাইলফলক অতিক্রমের সময়। চীন সময়মত দারিদ্র্যমুক্তকরণ করেছে এবং যথাসময় সার্বিক সচ্ছল সমাজ গঠনের লক্ষ্য পূরণ করেছে। এ বছর চীন বিদেশি পুঁজির ব্যবহার করা হবে এবং চীনের উন্মুক্ত বৃহত্ বাজার সারা বিশ্বের প্রতিষ্ঠানগুলোর উন্নয়নের জন্য আরও বড় সুযোগ দেবে।

 

জিডিপির’ লক্ষ্যমাত্রা ও কর্মসংস্থান

সরকারি কার্যবিবরণীতে বলা হয়, গত বছর চীনের জিডিপি’র পরিমাণ ছিল ১১৪ ট্রিলিয়ন ইউয়ান; প্রবৃদ্ধির হার ৮.১ শতাংশ। চলতি বছর জিডিপি উন্নয়নের লক্ষ্যমাত্রা ৫.৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। এতে দেশজুড়ে ১.১ কোটিরও বেশি কর্মসংস্থান সৃষ্টি হবে, প্রাকৃতিক পরিবেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করা হবে।

স্পর্শকাতর তাইওয়ান ইস্যু

সরকারি কার্যবিবরণীতে তাইওয়ান প্রণালীর দু’তীর সম্পর্কে বলা হয় যে, চীন দৃঢ়ভাবে ‘স্বাধীন তাইওয়ান’ দাবির বিরোধিতা করে এবং তাইওয়ানে বহিঃশক্তির হস্তক্ষেপের বিরোধিতা করে। তাইওয়ান-সংশ্লিষ্ট নীতিতে অবিচল থাকতে হবে, নতুন যুগে তাইওয়ান সমস্যা সমাধানের মৌলিক কৌশল চর্চা করবে সিপিসি, এক-চীন নীতি এবং ‘১৯৯২ সালে পৌঁছানো সমঝোতা’ মেনে চলা, প্রণালীর দু’তীরের সম্পর্কের শান্তিপূর্ণ উন্নয়ন এবং দেশের ঐক্য জোরদার করা হবে।

সরকারি কার্যবিবরণীতে বলা হয়, তাইওয়ান প্রণালীর দু’তীরের জনগণের উচিত- যৌথভাবে জাতীয় পুনরুত্থানের মহান লক্ষ্য পূরণের চেষ্টা করা

 

করনীতি, চিকিত্সা বীমা ও বেকার ভাতা

কার্যবিবরণীতে বলা হয়, নতুন সম্মিলিত কর সমর্থন নীতি কার্যকর করা হবে। ফলে ছোট ও ক্ষুদ্র শিল্পপ্রতিষ্ঠানের করযোগ্য আয়ের ১ থেকে ৩ মিলিয়ন ইউয়ান অংশের এন্টারপ্রাইজের আয়কর অর্ধেক আদায় করা হবে। সেই সঙ্গে ভ্যাট থেকেও কর ফেরত নীতি বাস্তবায়িত এবং প্রতিষ্ঠানের উদ্ভাবন উত্সাহ মাত্রা বাড়ানো হবে।

এ ছাড়া, বাসিন্দাদের চিকিত্সা বীমা এবং মৌলিক জনস্বাস্থ্য পরিষেবা ব্যয়ের মাথাপিছু সরকারি ভর্তুকি যথাক্রমে ৩০ ইউয়ান ও ৫ ইউয়ান বাড়ানো হবে।

একশ বিলিয়ন ইউয়ান বেকারত্বের বীমা তহবিল গঠন করা হবে। নতুন জ্বালানিশক্তির গাড়ি, গ্রামাঞ্চলে স্মার্ট হোম যন্ত্রপাতি এবং পুরনো হোম অ্যাপ্লায়েন্সে বিনিময়ে উত্সাহ দেওয়া হবে।

 

 

 

 

বিদেশি বিনিয়োগ

কার্যবিবরণীতে বলা হয়, বিদেশি বিনিয়োগে উত্সাহমূলক কাজ বাড়ানো হবে, মধ্য-উচ্চ পর্যায়ের উত্পাদন, গবেষণা ও আধুনিক সেবাসহ বিভিন্ন ক্ষেত্রে এবং মধ্য-পশ্চিম ও উত্তর-পূর্ব অঞ্চলের বিদেশি বিনিয়োগকারীদের সমর্থন দেওয়া হবে। অবাধ বাণিজ্যের পরীক্ষামূলক অঞ্চল এবং হাইনান অবাধ বাণিজ্য বন্দর নির্মাণের কাজ দৃঢ়ভাবে এগিয়ে নেওয়া হবে। পাশাপাশি, আঞ্চলিক সংস্কার ও উদ্ভাবন এগিয়ে নেওয়া হবে।

 

অন্যান্য লক্ষ্য

প্রত্যাশিত অর্থনৈতিক প্রবৃদ্ধির হার ছাড়াও, সরকারি কার্যবিবরণীতে, চলতি বছর চীনের প্রধান প্রত্যাশিত লক্ষ্যগুলির মধ্যে রয়েছে: শহর ও গ্রামাঞ্চলে ১১ মিলিয়নেরও বেশি নতুন কর্মসংস্থান সৃষ্টি করা এবং শহর ও গ্রামাঞ্চলে বেকারত্বের হার সারা বছর ৫.৫ শতাংশের মধ্যে নিয়ন্ত্রণ করা; সিপিআই প্রায় ৩ শতাংশ বাড়বে; শস্য উত্পাদনের পরিমাণ প্রায় ০.৭ ট্রিলিয়ন কেজির বেশি হবে ইত্যাদি। কর্মসংস্থান স্থিতিশীল করা, মানুষের জীবিকা রক্ষা করা এবং ঝুঁকি রোধ করা- ‘স্থিতিশীল বৃদ্ধির’ মূল ক্ষেত্রগুলিকে প্রত্যাশিত লক্ষ্য নির্ধারণের জন্য বিবেচনায় নেওয়া হয়েছে।

উন্মুক্ত চীনের বড় বাজার চীনে আরও বিনিয়োগ আকর্ষণ করবে, এবং সারা বিশ্বের কোম্পানিগুলিকে চীনে উন্নয়নের সুযোগও দেবে। চীন আরও দেশের সাথে সহযোগিতায় উভয়ের জয় এবং বহু পক্ষের জয় নিশ্চিত করা হবে।

এদিকে, চীন সরকারের কার্যবিবরণী সম্পর্কে ব্লুমবার্গ, ওয়াশিংটন পোস্ট ও রয়টার্সের মতো বিদেশি তথ্যমাধ্যমগুলো ইতিবাচক মূল্যায়ন করেছে।