আজকের ‘ঊর্মির বৈঠকখানা’-য় আমার সাথে যোগ দিচ্ছেন ডক্টর মোহাম্মদ রেজাউল করিম। বর্তমানে তিনি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (IUBAT), ঢাকা, বাংলাদেশ-এ সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।
তিনি ২০১৪ সালে চায়নিজ একাডেমি অফ সায়েন্স (CAS) নামে পরিচিত চীনা স্কলারশিপ কাউন্সিলের অধীনে, CSC বৃত্তি পান এবং চিয়াংসু প্রদেশের নানচিং-এর মৃত্তিকা বিজ্ঞান ইনস্টিটিউটে গবেষণা করেন। তার গবেষণার মূল বিষয় ছিল উদ্ভিদ পুষ্টি। তিনি তার পিএইচডির জন্য চীনা অধ্যাপক পিং ল্যানের সাথে কাজ করেন।
গবেষণায় অবদানের জন্য তিনি ২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত পরপর পাঁচবার চিয়াংসু প্রাদেশিক বৃত্তি পেয়েছেন। পিএইচডি শুরুর আগে, তিনি আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউটে (IRRI) এক বছর এবং ব্র্যাক-এ (একটি আন্তর্জাতিক এনজিও) সিনিয়র কৃষিবিদ হিসেবে দুই বছর কাজ করেন। তো, চলুন কথা বলি তাঁর সঙ্গে।