বেইজিং অলিম্পিকের সফলতা কেবল চীনের একার নয়, বরং সারা বিশ্বের: চীনা পররাষ্ট্রমন্ত্রী
2022-03-13 06:36:36


আকাশ: সুপ্রিয় শ্রোতা, সবাইকে স্বাগত জানাচ্ছি চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠানে। আপনাদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের সাপ্তাহিক আয়োজন ‘রোববারের আলাপন’। আপনাদের সঙ্গে আছি আমি আপনাদের বন্ধু এনাম ও আকাশ। 


বন্ধুরা, বেইজিং শীতকালীন প্যারালিম্পিক গেমস এখন চলছে। আমরা আজ এ বিষয়ে আলাপ করব, কেমন?


বন্ধুরা, বেইজিং শীতকালীন প্যারালিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠান গত ৪ মার্চ সন্ধ্যায় জাতীয় ক্রীড়া স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। একাধিক দেশের বিশেষজ্ঞ ও তথ্যমাধ্যম উদ্বোধনী অনুষ্ঠানটি বিশ্বকে আত্নবিশ্বাস, ভালবাষা ও আশা যুগিয়েছে বলে মন্তব্য করেছে। তাতে মানবজাতির অভিন্ন লক্ষ্যের কমিউনিটি প্রতিষ্ঠার সুন্দর ইচ্ছা ফুটে ওঠেছে বলে অনেকেই মত দিয়েছে। এবারের শীতকালীন প্যারালিম্পিক গেমস বিশ্ববাসীকে উতসাহিত করবে বলে তারা প্রত্যাশা ব্যক্ত করেছে। 


চীন-বিষয়ক ব্রাজিলের এক বিশেষজ্ঞ বলেন, তিনি আগ্রহ নিয়ে বেইজিং শীতকালীন প্যারালিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ করেছেন। চীন আবার বিশ্ববাসীকে একটি নিখুঁত ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান উপহার দিয়েছে। তাই তিনি চীনকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বিশ্বাস করেন, বেইজিং শীতকালীন প্যারালিম্পিক গেমস গোটা বিশ্বের আরো বেশি প্রতিবন্ধীকে নিজকে অতিক্রম করার জন্য উতসাহিত করবে। 


ক্রোয়েশিয়া প্যারালিম্পিক কমিটির চেয়ারম্যান বেইজিং শীতকালীন প্যারালিম্পক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। তিনি বলেন, উদ্বোধনী অনুষ্ঠানটি সফল হয়েছে। বিভিন্ন সাংগঠনিক কার্যক্রম অনেক ভালো হয়েছে। শীতকালীন প্যারালিম্পিক গেমসের বিভিন্ন স্থাপনা ও সরঞ্জাম অনেক ভালো। স্বেচ্ছাসেবকরাও অনেক বন্ধুত্বপূর্ণ। তিনি বিশ্বাস করেন, শীতকালীন প্যারালিম্পিক গেমস অবশ্যই সফল হবে।  


এবারের শীতকালীন প্যারালিম্পিক গেমসে অংশগ্রহণকারী আর্জেন্টিনার একজন খেলোয়াড় বলেন, উদ্বোধনী অনুষ্ঠানে অনেক উদ্ভাবনী ধারণা ছিল, তাতে প্রতিবন্ধীদের প্রতি যত্ন ও সহনশীলতা ফুটে ওঠেছে। তিনি বলেন, প্রতিবন্ধীরাও খেলাধুলার মাধ্যমে নিজেকে অতিক্রম করতে পারবে। 


যুক্তরাষ্ট্রের ন্যাশনাল পাবলিক রেডিও’র সংবাদে বলা হয়, বেইজিং শীতকালীন প্যারালিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে সহনশীলতার বহিঃপ্রকাশ হয়েছে। একই রেডিও’র এক অনুষ্ঠানে বলা হয়, বেইজিং শীতকালীন প্যারালিম্পিক গেমসের মাসকট প্রতিবন্ধী খেলোয়াড়দের সাহস ও অধ্যবসায়কে তুলে ধরেছে। 


এনাম ভাই, আপনি কি এ নিয়ে কিছু বলতে চান? 

এনাম:...


এদিকে, চীনের ত্রয়োদশ জাতীয় গণকংগ্রেসের পঞ্চম অধিবেশনের এক সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসের সাফল্য শুধু চীনের একার নয়, বরং এটি সারা বিশ্বের সফলতা। 


তিনি বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসে অংশগ্রহণকারী ও সমর্থনকারী বিভিন্ন দেশের বন্ধুদের আন্তরিক ধন্যবাদ জানান। 


তিনি বলেন, চীন ও আন্তর্জাতিক সমাজের অভিন্ন প্রচেষ্টায়, বেইজিং শীতকালীন অলিম্পিক গেমস সফল হয়েছে। বিশ্ববাসীকে একটি নিরাপদ ও বিস্ময়কর অলিম্পিক সম্মিলনী প্রদান করেছে। বিশ্বকে একটি আত্নবিশ্বাসী, উন্মুক্ত ও সহনশীল চীন প্রদর্শন করেছে। সত্তরটি দেশ ও আন্তর্জাতিক সংস্থার প্রায় ১৭০ জন সরকারি প্রতিনিধি উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। তারা তাদের বাস্তব কর্মকাণ্ডে চীনকে সমর্থন দিয়েছেন। 


ওয়াং ই জানান, বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসের সাফল্য শুধু খেলাধুলার বিজয় নয়, বরং একতার বিজয়। অলিম্পিক চেতনার আলোকে মহামারীতে আক্রান্ত জনগণ আশার আলো দেখতে পেয়েছেন। দুর্ভোগ মোকাবিলায় আত্নবিশ্বাস বেড়েছে। 


তিনি বলেন, ‘বিভিন্ন দেশের খেলোয়াড়েরা শীতকালীন প্যারালিম্পিক গেমসের মাঠে প্রতিযোগিতা করছেন। আমি বিশ্বাস করি, শীতকালীন অলিম্পিক গেমসের একতা ও সহযোগিতার আলো অবশ্যই কুয়াশা এবং বৃষ্টি বেধ করে মানবজাতির হাতে হাত রেখে এগিয়ে যাওয়ার পথকে আলোকিত করতে পারবে।’ 


বন্ধুরা, অনুষ্ঠান শেষে আমি আরেকটি কথা বলতে চাই। গত ৮ মার্চ ছিল আন্তর্জাতিক নারী দিবস।  এ উপলক্ষ্যে সব নারী, বিশেষ করে আমাদের মায়েদের, জানাই সর্বচ্চ সম্মান ও আন্তরিক শুভকামনা।