মার্চ ১৩: ইয়ামদ্রোক হ্রদ। এটি দক্ষিণ-পশ্চিম চীনের তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের শানান শহরের নাগারজে জেলায় অবস্থিত। এটি তিব্বতের তিনটি পবিত্র হ্রদের একটি। ১৩৮৭ সালে ইয়ামদ্রোক হ্রদের মাঝখানে একটি দ্বীপ নির্মিত হয়। এটি ‘একাকী মন্দির’ নামে ব্যাপক পরিচিতি পেয়েছে। মাত্র তিন জন সন্ন্যাসী সারা বছর এটি দেখাশুনা করেন। (ইয়াং/আলিম/ছাই)