একটি চুম্বনের মধ্যে
2022-03-12 14:57:57

সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। এখন শুনবেন সঙ্গীতানুষ্ঠান ‘তোমার জন্য গান’। আর এ অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি মুক্তা।

আজকের অনুষ্ঠানে আপনাদের চীনের নারী কন্ঠশিল্পী চাং বি ছেনের পরিচয় দেবো এবং তাঁর গান শোনাবো। চাং বি ছেন ১৯৮৯ সালের ১০ সেপ্টেম্বর চীনের থিয়ানচিন শহরে জন্মগ্রহণ করেন। ২০১৪ সালে চীনের চেচিয়াং টেলিভিশনের গানের প্রতিযোগিতার অনুষ্ঠান 'চায়না ভয়েস'-এ অংশ নিয়ে তিনি চ্যাম্পিয়ন হন। প্রথমে আমি আপনাদেরকে তাঁর কন্ঠে ‘একটি চুম্বনের মধ্যে’ শীর্ষক গান শোনাবো। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

(গান ১)

বন্ধুরা, শুনছিলেন চাং বি ছেন’র কন্ঠে ‘একটি চুম্বনের মধ্যে’ শীর্ষক গান। ২০১৫ সালে তিনি 'বাইশাও ফুল ফোঁটে' নামের একটি গান গান এবং প্রথমবারের মতো এমটিভিতে অভিনয় করেন। ছোটবেলা থেকে মায়ের প্রভাবে গান গাইতে বেশ ভালো লাগতো তার। ২০০৯ সালে তিনি পরীক্ষায় পাস করে থিয়ানচিন বিদেশি ভাষা বিশ্ববিদ্যালয়ে ফরাসি ভাষা শিখতে শুরু করেন। এখন শোনাবো তাঁর কন্ঠে ‘আমি তোমাকে ভুলতে পারি’ শীর্ষক গান। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

(গান ২)

বন্ধুরা, শুনছিলেন চাং বি ছেন’র কন্ঠে ‘আমি তোমাকে ভুলতে পারি’ শীর্ষক গান। ২০১২ সালের ১৮ আগস্ট দক্ষিণ কোরিয়ার কেবিএস টেলিভিশনের উদ্যোগে চীনা গানের প্রতিযোগিতায় তিনি চীনাদের মধ্যে চ্যাম্পিয়ন হন এবং চীনের পক্ষ থেকে দক্ষিণ কোরিয়ায় ফাইনাল প্রতিযোগিতায় শ্রেষ্ঠ পুরস্কার লাভ করেন। ২০১৩ সালের জুন মাসে তিনি পেশাদার গায়িকা হিসেবে দক্ষিণ কোরিয়ার সংগীত-জগতে প্রবেশ করেন। তবে পরে কোম্পানি চুক্তি লঙ্ঘন করায় তিনি চীনে ফিরে আসেন। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে ‘পরের মুহূর্ত’ শীর্ষক গান শোনাবো।

(গান ৩)

বন্ধুরা, শুনছিলেন চাং বি ছেন’র কন্ঠে ‘পরের মুহূর্ত’ শীর্ষক গান। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে 'বাইশাও ফুল ফোটে' শীর্ষক গান শোনাবো। গানের কথা বাংলায় অনুবাদ করলে এমন হয়: সেই বছরের বাইশাও ফুল ফোঁটার দৃশ্য সবসময় আমার স্বপ্নে আসে, আমরা হাতে হাত রেখে সমুদ্রের তীরে হাঁটাহাটি করেছিলাম। সেই সময় আকাশ নীল ছিল এবং সময় চলছিল ধীর গতিতে। অতীতকালের স্মৃতি বড় মধুর। সাদা সমুদ্রের দৃশ্য স্মরণ করি। সময় হয়তো সেই মুহূর্তে থমকে দাঁড়ায়। তুমি আর আমার যৌবন। সেই সুন্দর স্বপ্ন থেকে জেগে উঠতে চাই না আমি। যৌবন তাড়াতাড়ি আমার কাছ থেকে চলে যায়। সেই চমত্কার প্রতিশ্রুতি এতো পরিচ্ছন্ন ও সুন্দর!

চলুন, আমরা গানটি শুনবো।

(গান ৪)

বন্ধুরা, শুনছিলেন চাং বি ছেন’র কন্ঠে 'বাইশাও ফুল ফোটে' শীর্ষক গান। বন্ধুরা, আমি এখন আপনাদেরকে তাঁর কন্ঠে 'তোমাকে ভালোবাসি, তা তুমি ভুলে যেও না'। এ গানে বলা হয়েছে: আমি চিরদিনের মতো তোমাকে বিশ্বাস করি। তুমি আমাকে মনের কোথায় রাখ জানি না। তবে তোমার প্রশংসা আমার সবচেয়ে সুখের ব্যাপার। তুমি আমায় মনে রেখেছো সে সব গল্প আমি কিভাবে ভুলে যাবো? আমি তোমাকে মিস করি ও ভালোবাসি তা ভুলে যেও না। চিরদিনের মতো তোমার পাশে থাকতে চাই। আমাকে বেশি সময় দাও, আমার ভালোবাসা সবই তোমার জন্য।

চলুন, আমরা গানটি শুনবো।

(গান ৫)

শ্রোতা, পরের গানের নাম 'আর দেখা হবে না'। এ গানের সুর দারুণ সুন্দর এবং গানের কথা একটু বেদনাময়।  এ গানে বলা হয়েছে: যখন একটি নৌকা ডুবে গেছে। যখন একজন হারিয়ে গেছে, তুমি জানো না তারা কেন চলে গেছে। সেই বিদায় তার শেষ কথা হতে হবে। যখন একটি গাড়ি নিখোঁজ হয়। যখন একজন হারিয়ে যায়। তুমি জানো না তারা কেন চলে যায়। তুমি যেন এ গল্পের শেষাংশ না জানতে পারো।

চলুন, আমরা গানটি শুনবো। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

 (গান ৬)

প্রিয় শ্রোতা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আপনারা আমাদের অনুষ্ঠানে কোনো পছন্দের গান শুনতে চান,তাহলে আমাদের জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা হচ্ছে ben@cri.com.cn এবং আমার নিজস্ব ইমেইল ঠিকানা হলো caiyue@cri.com.cn। ‘গানের অনুরোধ’ সম্পর্কিত ইমেইল আমার নিজস্ব ইমেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিনে, একই সময়ে আবারো আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান। (ছাই/আলিম)