মার্চ ১২: আপনি যখন ইউননানের প্রাণীদের কথা ভাবেন, তখন আপনার মাথায় প্রথমে কী আসে? গত বছর সারা পৃথিবীতে জনপ্রিয় হয়ে ওঠা উত্তরাঞ্চলে এশিয়ান হাতির দীর্ঘ যাত্রা, নাকি ‘স্নো মাউন্টেন এলফ’ নামে পরিচিত ইউননানের সোনার স্নাব-নাকযুক্ত বানর? ইউননানে চীনের সবচেয়ে বেশি জীববৈচিত্র্য রয়েছে। পরিসংখ্যান অনুযায়ী, এখানে ২৩৬ প্রজাতির জাতীয় মূল সুরক্ষিত প্রাণী রয়েছে, যা সারা চীনের ৫৫.৬ শতাংশ। (ইয়াং/আলিম/ছাই)