আপন আলোয় ৫৯
2022-03-11 18:47:18

এ পর্বে অন্তরঙ্গ আলাপনে থাকছেন: ঝর্ণা সরকার

 

 

 

অন্তরঙ্গ আলাপন

আমি এখনো আবৃত্তির শিক্ষার্থী: ঝর্ণা সরকার

কোনো এক অনুষ্ঠানে নিজের লেখা ‘তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা’ কবিতাটির আবৃত্তি শুনে খুব খুশি হয়েছিলেন কবি শামসুর রাহমান। আবৃত্তিশিল্পীকে বলেছিলেন, আজ থেকে কবিতাটি তোর হয়ে গেল, তোকে দিয়ে দিলাম!

ছবি: ঝর্ণা সরকার

কবির প্রশংসাধন্য এই আবৃত্তিশিল্পী ঝর্ণা সরকার। মঞ্চ, বেতার ও টেলিভিশনের নিয়মিত শিল্পী তিনি। আবৃত্তিতে উপস্থাপনায় তৈরি করেছেন নিজস্ব ধরন- বিশেষ করে দেশপ্রেমমূলক, স্বাধীনতার কবিতাগুলো তাঁর কণ্ঠে পায় ভিন্নমাত্রা।

আবৃত্তি প্রশিক্ষক হিসেবেও বিশিষ্ট ঝর্ণা সরকার। জড়িত রয়েছেন বাকশিল্পাঙ্গনের সঙ্গে। বিশ্বসাহিত্য কেন্দ্র আবৃত্তি সংঘসহ বিভিন্ন আবৃত্তি সংগঠনে প্রশিক্ষণ দিয়ে থাকেন।

প্রচারবিমুখ এই আবৃত্তিশিল্পীর কয়েকটি যৌথ আবৃত্তি অ্যালবাম রয়েছে। শিল্পকৃতির স্বীকৃতি হিসেবে পেয়েছেন অনন্যা শীর্ষ ১০ পুরস্কার।

চীন আন্তর্জাতিক বেতারের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে বললেন নিজের আবৃত্তিভাবনা সম্পর্কে। আবৃত্তিতে অনেকটা পথ পাড়ি দিয়েও এখনো নিজেকে মনে করেন একজন শিক্ষার্থী। চটজলদি স্টার হতে চাওয়ার বিপদ সম্পর্কে সতর্ক করেছেন নবীন আবৃত্তিশিল্পীদের। বললেন- চর্চার কোনো বিকল্প নেই; নতুন আবৃত্তিকার হোক, কি পুরাতন আবৃত্তিকার- চর্চা, চর্চা, চর্চা!

 

প্রিয় বন্ধুরা, আপনাদের মূল্যবান পরামর্শ আমাদের সমৃদ্ধ করবে। চীন আন্তর্জাতিক বেতার-সিআরই বাংলা’র ফেসবুক পাতা facebook.com/cmgbangla আপনার মন্তব্য করতে পারেন।

 

সিএমজি বাংলা’র ফেসবুক পাতা facebook.com/cmgbangla এবং ইউটিউব লিঙ্ক youtube.com/cmgbangla তে গিয়েও আমাদের অনুষ্ঠান সম্পর্ক জানাতে পারেন আপনার মূল্যায়ন।

 

পরবর্তী অনুষ্ঠানে আমরা বাংলাদেশ-চীনের সংস্কৃতিক অঙ্গনের আরো কিছু খবর এবং গুণিজনের অন্তরঙ্গ আলাপন নিয়ে হাজির হবো আপনাদের সামনে। সে পর্যন্ত ভালো থাকুন।

 

সাক্ষাৎকার গ্রহণ, গ্রন্থনা ও উপস্থাপনা: মাহমুদ হাশিম।

 

অডিও সম্পাদনা: তানজিদ বসুনিয়া।