চীনের ত্রয়োদশ জাতীয় গণকংগ্রেসের পঞ্চম অধিবেশন আজ (শুক্রবার) বেইজিংয়ে সমাপ্ত হয়েছে। তাতে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং, ও প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াংসহ দেশের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অধিবেশনে সরকারী কর্মবিবরণী, জাতীয় গণকংগ্রেসের স্থায়ী কমিটির কর্মবিবরণী, সুপ্রিম কোর্টের কর্মবিবরণী এবং সুপ্রিম প্রসিকিউটরের কর্মবিবরণী পেশ ও পাস হয়েছে।
১৯৯৫ ও ২০০০ সালের পর জন্ম নেওয়া তরুণরা দুই অধিবেশনে কতটা গুরুত্ব দিচ্ছে? তারা অধিবেশনের সদস্যদের কি প্রশ্ন জিজ্ঞেস করতে চায়? তারা অধিবেশনের কোন কোন বিষয়ের ওপর দৃষ্টি রাখে? আজ এসব প্রশ্নের উত্তর খুঁজে পেতে চেষ্টা করবো আমরা।
১৯৯৫ সালের পর জন্ম নেওয়া তরুণদের মধ্যে সবচেয়ে বেশি ২৬ বছর বয়সীরা। ২০০০ সালের পর জন্ম নেওয়া তরুণদের মধ্যে সবচেয়ে বেশি ২১ বছর বয়সীরা। তারাই আগামী ৫ বছরের চীনের উন্নয়নের গুরুত্বপূর্ণ শক্তি। কঠোর পরিশ্রম এবং মনোযোগ দিয়ে শিক্ষা গ্রহণের পাশাপাশি তারা দেশের গুরুত্বপূর্ণ ইভেন্টের ওপর গুরুত্বারোপ করছেন।
পরিসংখ্যান থেকে জানা গেছে, এ প্রজন্মের তরুণরা জিডিপি, বিজ্ঞানপ্রযুক্তি, হাউজিং, শিক্ষা, গণসেবা, কর্মসংস্থান, সামাজিক নিরাপত্তা, চিকিত্সা, এবং পরিবেশ সংরক্ষণের ওপর বেশি নজর রাখেন। চায়না মিডিয়া গ্রুপের সঙ্গে সাংক্ষাত্কারে তারা বেশ কয়েকটি প্রশ্ন জিজ্ঞাস করেছেন এবং কোন বিষয়ে তাদের দৃষ্টি রয়েছে তাও প্রকাশিত হয়েছে। প্রশ্নগুলো আমরা একটু দেখি...
গ্রামীণ পুনরুদ্ধারে তথ্যপ্রযুক্তির ব্যবহার কীভাবে হবে?
বয়স্কদের ইন্টারনেট নিরাপত্তা সচেতনতা কিভাবে বাড়ানো যাবে?
কার্বন নিরপেক্ষতা বাস্তবায়নে তরুণরা কী করতে পারে?
এক শক্তিশালী সাংস্কৃতিক দেশে পরিণত হতে প্রত্নতত্ত্ব কীভাবে অবদান রাখে?
শিক্ষা সম্পদ কীভাবে আরো বেশি অঞ্চলে ব্যবহার করা যায়?
বয়স্করা কীভাবে সুস্থ ও সস্তা অবসরকালীন সেবা পেতে পারেন?
গ্রামাঞ্চলে তরুণ জনশক্তি নেওয়ার নতুন নীতি প্রণয়ন হবে কি?
কর্মস্থলে নারীদের ক্ষেত্রে বৈষম্য কীভাবে সমাধান করা যায়?
আগামী পাঁচ বছরে দেশে কী হবে? এ প্রশ্নের উত্তরে তারা বলেন, ‘আরও শক্তিশালী হবে’, আরও তরুণ ও সবুজ হবে। যাতায়াত আরও সুবিধা জনক হবে। শিক্ষাদান আরও প্রসারিত এবং সমতা সম্পন্ন হবে। তাদের কথাগুলোয় সুন্দর প্রত্যাশা দেখা যাচ্ছে।
সুপ্রিয় শ্রোতাবন্ধুরা, অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি আমরা। আজকের অনুষ্ঠান কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে, এবং আপনার কোনো মতামত থাকে, তাহলে আমাদের চিঠি বা ইমেইল লিখতে ভুলবেন না। আমাদের ইমেইল ঠিকানা ben@cri.com.cn এবং wangdanhong@cri.com.cn। আপনারা আমাদের ফেসবুকেও কমেন্ট করতে পারেন। আপনাদের মতামত আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। সবাই ভালো থাকুন এবং সুন্দর থাকুন। আগামী সপ্তাহে আবারও কথা হবে।