সিনচিয়াংকে আরো সমৃদ্ধ করছে গ্রামীণ পর্যটন উন্নয়ন
2022-03-11 15:46:49

মার্চ ১১: গ্রামীণ পর্যটন উন্নয়নের মাধ্যমে গ্রামবাসীদের আয় বৃদ্ধি করার উপায় নিয়ে কাজ করছেন সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের ছোট্ট শহর উফায়ের চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) কমিটির উপসম্পাদক ছিউ চিই সিউ । তিনি ত্রয়োদশ জাতীয় গণকংগ্রেসের পঞ্চম অধিবেশনে এ সম্পর্কে একটি প্রস্তাব উত্থাপন করেছেন। তিনি বলেন,“গ্রামীণ পুনরুজ্জীবন প্রক্রিয়ায় বিভিন্ন সম্পদকে আমাদের গ্রামীণ পর্যটন উন্নয়নে সংযুক্ত করা উচিত। তাতে আরো বেশি লোকের কর্মসংস্থান তৈরি হবে। পর্যটন উন্নয়নের মাধ্যমে আরো বেশি লোকের কল্যাণ করা যাবে।” 


ত্রিশ বছর বয়সী ছিউ চিই সিউ ইতোমধ্যে সিনচিয়াংয়ের সু ফু কাউন্টিতে ৮ বছর কাজ করেছেন। তিনি গ্রামবাসীদের একযোগে ২০১৯ সালে দারিদ্র্যবিমোচন বাস্তবায়ন করেছেন। জাতীয় গণকংগ্রেসের সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার পর তিনি ‘দারিদ্র্যবিমোচন ও গ্রামীণ পুনরুজ্জীবনকে কার্যকরভাবে সংযুক্ত করাসহ একাধিক প্রস্তাব উত্থাপন করেছেন। তিনি সাধারণ জনগণের মনের কথা বেইজিংয়ে নিয়ে আসছেন। 


ছোট্ট শহর উফায়ে পামির মালভূমিতে যাওয়ার পথে অবস্থিত। যাত্রীরা এ ছোট্ট শহরে থেমে কিছুক্ষণ বিশ্রাম নেন। তারা এখানে কিছু খাবার খেয়ে তাদের যাত্রা আবারও শুরু করেন। তাই ছিউ চিই সিউ আরো বেশি যাত্রী আকর্ষণ করতে এবং তাদের এখানে আরো বেশি সময় ধরে রাখতে এলাকাটিকে পর্যটন শহর হিসেবে গড়ে তুলার চেষ্টা করছেন। তার সহকর্মীদের সাথে মিলে তিনি নানা পদ্ধতি বের করেছেন। এ সম্পর্কে তিনি বলেন, “আমরা পরিকল্পনা করেছি যে, আমাদের ছোট্ট শহরকে একটি সাংস্কৃতিক বৈশিষ্ট্যময় পর্যটন শহরে পরিণত করব। তাতে আরো বেশি অধিবাসীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারবো।”

  

এ লক্ষ্য বাস্তবায়নে তিনি অনেক চেষ্টা চালিয়ে আসছেন। ছুই চিউ সিউ উইগুর ভাষায় কথা বলতে পারেন। তিনি অনেক অধিবাসীর বাসায় গিয়েছেন, তাদের প্রস্তাব সংগ্রহ করেছেন। এসব তথ্য ও বাস্তব পরিকল্পনা নিয়ে তিনি বেইজিংয়ে এসে এবারের অধিবেশনে অংশগ্রহণ করেছেন। তিনি বলেন, “এ বছরের সরকারি কর্মপ্রতিবেদনে বলা হয়েছে, দারিদ্র্যমুক্ত নানা অঞ্চলকে তাদের নিজস্ব বৈশিষ্ট্যময় শিল্প উন্নয়নে সমর্থন দেয়া হবে। আমি মনে করি, তা হচ্ছে সবচেয়ে ভালো দিক। আমি ফিরে যাওয়ার পর, আমাদের সিনচিয়াংয়ের বিভিন্ন ধরনের সুবিধা কাজে গালিয়ে কৃষি উত্পাদন এগিয়ে নেব, বৈশিষ্ট্যময় শিল্পের উন্নয়ন করব এবং সার্বিকভাবে গ্রামের পুনরুজ্জীবন বেগবান করব। বিশেষ করে আমাদের বৈশিষ্ট্যময় সাংস্কৃতিক ছোট্ট শহর নির্মাণ করব, তাতে আমাদের বিভিন্ন জাতির জনগণের জীবনমান উন্নত হবে।”

      

(আকাশ/এনাম/রুবি)